সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে অভিনেতা শাকিব খানের প্রিয়তমা। এই ছবির সাফল্যকে সঙ্গে নিয়েই আমেরিকায় উড়ে গিয়েছেন শাকিব। শোনা যাচ্ছে, শাকিব তাঁর প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গেই নাকি একান্তে সময় কাটাচ্ছেন মার্কিন মুলুকে। ঠিক তারই মাঝে নতুন চমক দিলেন শাকিব খান। সূত্র বলছে, এপার বাংলা ও ওপার বাংলার ছবির পর এবার বলিউডে পা দিতে চলেছেন বাংলাদেশের কিং খান। শুধু তাই নয়, আগামী মাস থেকেই নাকি শুরু হবে শাকিবের প্রথম হিন্দি ছবির শুটিং।
সূত্র বলছে, আগামী মাসের প্রথম সপ্তাহে বারাণসীতে শুটিং শুরু করবেন শাকিব। সঙ্গে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। জল্পনা অনুযায়ী, এই ছবিতে শাকিবের সঙ্গে নাকি দেখা যেতে পারে প্রাচী দেশাইকে। নাম এসেছে নেহা শর্মা, জারিন খান ও শেহনাজ গিলেরও।
বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই ছবি। বাংলা ছাড়া হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে শাকিবের পরবর্তী ছবি। এখনও অবশ্য ছবির নাম ঠিক হয়নি। টানা ৩৫ দিন ধরে বারাণসীতে শুটিং চলবে এই ছবির।
প্রসঙ্গত, ইদের সময় বাংলাদেশে মুক্তি পেয়েছিল পাঁচ-পাঁচটি বাংলা ছবি। যার মধ্যে ওপার বাংলার এক নম্বর নায়ক শাকিব খানের প্রিয়তমা ছবি বক্স অফিসে জবরদস্ত হিট। বলা হচ্ছে, শাকিবের এই ছবি বাংলাদেশে রেকর্ড ব্যবসা করেছে। আর এবার নতুন খবর হল, দীর্ঘ পাঁচ বছর ফের টলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন শাকিব। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী আগস্ট মাসে কলকাতায় আসবেন তিনি। খবর রয়েছে, অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকার নতুন ছবিতে নাকি দেখা যাবে শাকিবকে।
২০১৮ সালে ‘নাকাব’ ছবিতে দেখা গিয়েছিল শাকিবকে। তারপর নানা কারণে টলিপাড়ায় আর তাঁকে দেখা যায়নি। আর এবার এসকে মুভিজের সঙ্গে হাত মিলিয়ে নাকি এক অ্য়াকশন মুভিতে অভিনয় করবেন শাকিব। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যেতে পারে নতুন নায়িকাকে। এর আগে এসকে মুভিজের ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছেন শাকিব। তবে এই নতুন ছবি নিয়ে আপাতত, কিছুই বলতে নারাজ শাকিব। মুখে কুলুপ এঁটেছেন এসকে মুভিজের কর্ণধারও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.