Advertisement
Advertisement
Hero Alom

একাধিক নারীসঙ্গের অভিযোগ, ভেঙে গেল হিরো আলমের সংসার

আলমকে ডিভোর্সের নোটিস পাঠালেন দ্বিতীয় স্ত্রী নুসরত।

Bangladeshi actor Hero Alom gets divorce notice | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 25, 2022 4:43 pm
  • Updated:April 25, 2022 4:43 pm  

সুকুমার সরকার, ঢাকা: তিন বছরের মাথায় সংসার ভাঙল হিরো আলমের (Hero Alom)। বাংলাদেশের তারকাকে তালাকের নোটিস পাঠিয়েছেন দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান। যদিও আলমের দাবি, তিনি এখনও পর্যন্ত তালাকের কোনও নোটিস হাতে পাননি।

Hero Alom with wife

Advertisement

বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও যথেষ্ট জনপ্রিয় হিরো আলম ওরফে আশরাফুল আলম। তাঁর গানের ভিডিওগুলি হাসির খোরাক হলেও অনলাইনে লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। জানা গিয়েছে, বগুরায় থাকেন তাঁর প্রথম স্ত্রী। সন্তানও রয়েছে তাঁদের। পরে ঢাকায় নুসরাত জাহান সাথীর সঙ্গে সংসার শুরু করেন তিনি। গত কয়েক বছর ধরে তাঁরা জুটিবদ্ধভাবে কাজও  করছেন।

[আরও পড়ুন: শতবর্ষে সত্যজিৎ স্মরণ বাংলাদেশেও, ‘প্রিয় সত্যজিৎ’ ছবির গল্প শোনালেন পরিচালক প্রসূন রহমান]

নুসরাতের কথায় , “হিরো আলমের সঙ্গে আমার বিয়ে হয় ২০১৯ সালে। আমাদের সংসার খুব ভাল চলছিল। আমি জানতাম ওর আগের পক্ষের বউ, সন্তান রয়েছে। তবে আমার কাছে হিরো আলম বলেছিল তার প্রথম বউকে তালাক দিয়েছে। এরপর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি তা মিথ্যা এবং নিয়মিত যোগাযোগ রয়েছে সেই পরিবারে। এরপর থেকে আমার সঙ্গে হিরো আলমের সংসার জীবনের ঝামেলা শুরু হয়।”

Netizens go gaga over Hero Alam's post about Nusrat | Sangbad Pratidin

এখানেই শেষ নয়, হিরো আলমের একাধিক নারীসঙ্গের অভিযোগও আনেন নুসরাত। তিনি বলেন, “আমি গত ৮ মাস ধরে আমার বাবা মায়ের সঙ্গে থাকছি। তবে আলমের সঙ্গে কাজের সুবাদে যোগাযোগ আছে। আমাকে বিভিন্ন ভাবে হিরো আলম ভয় দেখিয়ে রাখত। নিজেকে স্টার মনে করে তুচ্ছ-তাচ্ছিল্য করত সে। এমনকী আলমের ভাড়া বাড়িতে আমার ৯ লক্ষ টাকার আসবাবপত্রও আমি রেখে এসেছি। আমি সংসার করার অনেক চেষ্টা করেছি। ওর মধ্যে নারীর নেশা বেশি। আমি আমার সম্মান নিয়ে সরে এসেছি।”

এদিকে বাংলাদেশের সংবাদমাধ্যমকে হিরো আলম জানান, তিনি এখনও তালাকের কাগজ হাতে পাননি।  লোকমুখে শুনেছেন, নুসরাত তাকে তালাক দিয়েছে। “যদি তালাক দিয়ে থাকে আমার কিছু তো করার নেই। কাগজ হাতে পেলে বাকিটা বলতে পারব”, বক্তব্য আলমের। 

[আরও পড়ুন: কীভাবে চুমু খেতে হয়, জিতের সামনেই দেব-রুক্মিণীকে শেখালেন ‘বাদামকাকু’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement