ছবি: প্রতীকী
সুকুমার সরকার, ঢাকা: ২০২১ সালে প্রয়াত হন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান ওরফে এ.টি.এম. শামসুজ্জামান। এবার তাঁর ছেলে এ.টি.এম. খালেকুজ্জামান কুশলের দেহ উদ্ধার হল বরিশালের নাসিরহাট এলাকার জয়ন্তী নদী থেকে। ৪৬ বছরের যুবকের মরদেহে পচন ধরেছিল, এমনটাই খবর স্থানীয় সূত্রে।
ঘটনাটি ঘটেছে সোমবার। জানা গিয়েছে, দুপুর বেলা নদীর জলে ভেসে ওঠা দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহের সঙ্গে একটি পরিচয়পত্র পান। তাতেই এ.টি.এম. খালেকুজ্জামান কুশলের নাম লেখা ছিল। ঠিকানা হিসেবে লেখা ছিল, ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনের ৪৬নং বাড়ি।
প্রথমে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তার পর সূত্রাপুর থানায় যোগাযোগ করা হয়। সেখান থেকেই নিশ্চিত করা হয় মৃতদেহটি এ.টি.এম. শামসুজ্জামানের ছেলের। মনে করা হচ্ছে, মৃতদেহটি কয়েকদিন ধরে নদীতে ভাসছিল। কারণ তাতে পচন ধরেছে। কোনও আঘাতের চিহ্ন আছে কি না, তা নাকি আপাতদৃষ্টিতে বোঝার উপায় ছিল না।
শোনা গিয়েছে, গত ২৫ অক্টোবর খুলনা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন কুশল। ২৭ অক্টোবর মায়ের সঙ্গে শেষবার কথা বলেছিলেন। সেই সময় তিনি কোথায় ছিলেন তাও বলেননি। তার পর ৩০ অক্টোবর ছেলের মৃত্যুর খবর পান। কীভাবে কুশলের মৃত্যু তা জানার চেষ্টা করছে বাংলাদেশি পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.