Advertisement
Advertisement
Bangladesh Violence

বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা! ‘মোমবাত্তিওয়ালা বুদ্ধিজীবী কৌশিক-অপর্ণারা চুপ কেন?’, খোঁচা তথাগতর

নাম করে বাংলার বিশিষ্ট ব্যক্তিদের 'নীরবতা' নিয়ে খোঁচা দিলেন তথাগত রায়।

Bangladesh Violence: Why Aparna Sen, Kaushik Sen remains silent on Bangladesh, slams BJP leader Tathagata Roy
Published by: Sandipta Bhanja
  • Posted:August 7, 2024 3:20 pm
  • Updated:August 7, 2024 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করার পর থেকেই অরাজকতা বাংলাদেশে (Bangladesh Violence)। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে ঘুম উড়েছে গোটা বিশ্বের। অনেক তারকাই প্রতিবাদে সোচ্চার হয়েছেন এই অরাজকতার বিরুদ্ধে। এবার নাম করে বাংলার বিশিষ্ট ব্যক্তিদের ‘নীরবতা’ নিয়ে খোঁচা দিলেন তথাগত রায়।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার চলছে, সেই প্রসঙ্গে কেন মৌনব্রত পালন করছেন অপর্ণা সেন, কৌশিক সেন, শুভাপ্রসন্নরা? প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট বিজেপি নেতা তথাগত রায়ের। তাঁর কটাক্ষ, “বাংলাদেশে নিয়মিত হিন্দুদের বিরুদ্ধে পুরনো ধাঁচে অত্যাচার চলছে। কেউ কৌশিক সেন, অপর্ণা সেন, শুভপ্রসন্ন-সহ মোমবাত্তিওয়ালা বুদ্ধিজীবীদের কাছ থেকে এখনও কোনও প্রতিবাদ শুনেছেন?” ত্রিপুরা, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা প্রবীণ বিজেপি নেতার এহেন কটাক্ষবাণে সায় দিয়েছেন নেটপাড়ার একাংশ। তাঁদের প্রশ্ন, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের হয়ে কেন সরব হচ্ছেন না তাঁরা?’ আবার কারও কটাক্ষ, ‘আসলে ওঁরা সম্ভবত শীতঘুমে রয়েছেন।’

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে মন্দির ভাঙচুর, ভয়ে কাঁটা হিন্দুরা! ‘বীভৎসতা’র প্রতিবাদে পরমব্রত-ঋদ্ধি]

পদ্মাপারের বিভিন্ন প্রান্তে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই বীভৎসতার ছবি-ভিডিও শেয়ার করে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন ঋদ্ধি সেন, পরমব্রত চট্টোপাধ্যায়রা। বাংলাদেশে ভাঙচুর করা হচ্ছে সংখ্যালঘুদের বাড়ি, মন্দির এবং ব্য়বসা প্রতিষ্ঠান। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে এমনই বহু খবর পাওয়া যাচ্ছে প্রতিটা মুহূর্তে। সোমবার বিকেল থেকে যশোরে অন্তত ৫০টি হিন্দু বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। ভাঙচুর, লুটপাট, ডাকাতির মতো ঘটনার পর আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িগুলিতে। শুধু হিন্দু নয়, রংপুরের তারাগঞ্জে আহমদিয়াদের উপাসনালয়ে হামলা চলেছে। এমতাবস্থায় কৌশিক-অপর্ণাদের নীরব থাকা নিয়ে কাঠগড়ায় তুললেন তথাগত রায়।

[আরও পড়ুন: ‘গাড়ি থামিয়ে অচেনা ব্যক্তিদের তল্লাশি’, জ্বলন্ত বাংলাদেশে হেনস্তার মুখে মিথিলা! কী বলছেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement