Advertisement
Advertisement

Breaking News

Shakib Khan

সংসারী হওয়ার লক্ষ্যে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে শাকিব খান, অপু-বুবলি অতীত!

পাত্রী কে জানেন?

Bangladesh Superstar Shakib Khan to get married for the third time
Published by: Sandipta Bhanja
  • Posted:April 29, 2024 9:37 am
  • Updated:April 29, 2024 9:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপু বিশ্বাস, শবনম বুবলি এবং শাকিব খান, সম্পর্কের ত্রিকোণ রসায়ণ বারবার সংবাদের শিরোনামে। ঢালিউডের সুপারস্টার ভক্তদের কথায়, ‘এক ফুল দো মালি’ নিয়ে চর্চার অন্ত নেই! দু’জনেই শাকিবের প্রাক্তন স্ত্রী। তবে দুই নায়িকার কথাতেই তাঁদের সঙ্গে দিব্যি সম্পর্ক রয়েছে প্রাক্তন ‘জামাই’-এর। আর অভিনেতাকে নিয়ে অপু-বুবলি দুই নায়িকার এই দড়ি টানাটানিতেই বেজায় চটেছে শাকিব খানের পরিবার। তাই আদা-জল খেয়েই নাকি ছেলের জন্য পাত্রী খুঁজতে নেমেছেন তাঁরা। এবার অন্তত সংসারটা হোক, এমনই ইচ্ছে তাঁদের।

তৃতীয়বার বিয়ের জন্য মত দিয়েছেন শাকিব খান খোদ! অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ এক সদস্য বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে একথা ফাঁস করেছেন। অভিনেতার বাড়িতে নাকি অপু বিশ্বাস ও বুবলির যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। পরিবারের দাবি, যখনই নতুন সিনেমা রিলিজের সময় আসে, তখনই অপু-বুবলিরা শাকিব প্রসঙ্গে নানা কথা বলা শুরু করেন। এদিকে সন্তানের মুখের দিকে চেয়ে নাকি চুপ থাকেন শাকিব খান! তবে পরিবার বড্ড বিব্রত বোধ করে। এবার নাকি অভিনেতার পরিবার সিদ্ধান্ত নিয়েছে, ঢালিউডের দুই নায়িকা যদি আর কখনও শাকিবকে নিয়ে মিথ্যাচার করেন, তাহলে আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘মুসলিম হয়েও বুঝেছি নমস্কারের কতটা শক্তি’, বলছেন ‘আদাবে’ অভ্যস্ত আমির খান]

নিজের পছন্দে দু’বার ছাদনাতলায় বসেও সংসার সুখ পাননি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তবে এবার পাত্রী নির্বাচনের সিদ্বান্ত পরিবারের উপরই নাকি ছেড়ে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আমেরিকায় ডাক্তারি পড়ে ফেরা এক পাত্রীর সঙ্গেই তিন নম্বর বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন শাকিব খান। সব ঠিক থাকলে সম্ভবত চলতি বছরেই বিয়েটা হচ্ছে। সেই খবর প্রকাশ্যে আসতেই পদ্মাপারে শোরগোল। শাকিব ভক্তদের কৌতূহল, অপু-বুবলির তরজা ঠান্ডা করতেই কি তৃতীয়বার বিয়ে করছেন? নাকি এবার সত্যিই ঘোরতর সংসারী লক্ষ্যে সুপারস্টার?

[আরও পড়ুন: পাকিস্তানি নায়িকা মাহিরার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং! দুবাইয়ের কনসার্টে কী ঘটল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement