Advertisement
Advertisement
Ferdous Ahmed

উঠেছে নিষেধাজ্ঞা, দু’বছর পর ভারত সফরে বাংলাদেশি তারকা ফিরদৌস

গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারের জন্য অভিনেতাকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়।

Bangladesh star Ferdous Ahmed coming to India after 2 years | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 22, 2022 5:08 pm
  • Updated:February 22, 2022 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উঠেছে নিষেধাজ্ঞা। প্রায় দু’বছর পর ভারতে আসছেন বাংলাদেশের তারকা ফিরদৌস আহমেদ (Ferdous Ahmed)। আগামিকাল অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি আগরতলায় যাচ্ছেন তিনি। সেখানে অভিনেতা একটি চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন বলেই জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৯ সালের এপ্রিল মাসে। বাংলায় তখন লোকসভা নির্বাচনের তরজা তুঙ্গে। চারদিকে প্রচার পর্ব সারছিলেন বিভিন্ন দলের নেতা-কর্মীরা। প্রচারে তারকাদেরও দেখা গিয়েছিল। সেই স্রোতে গা ভাসিয়েই রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রচারে যোগ দিয়েছিলেন বাংলাদেশের তারকা ফিরদৌস। সঙ্গে ছিলেন টলিউডের অন্যান্য তারকারা। এতেই হয় বিপত্তি। 

Advertisement

Bangladesh actor Ferdous Ahmed

[আরও পড়ুন: মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর, রাজ্যে বাড়ছে স্নাতকোত্তরের আসন]

ভারতের রাজনৈতিক দলের প্রচারে বাংলাদেশের তারকা কেন? সেই প্রশ্ন তোলে ভারতীয় জনতা পার্টি (BJP)। সে সময় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানানো হয়। বিজনেস ভিসা নিয়ে ভারতে এসেছিলেন বাংলাদেশি তারকা। তারপর রাজনৈতিক দলের প্রচারে অংশ নেওয়ায় তাঁকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ফিরদৌসকে ভারতীয় ভিসা দেওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিনেতা লিখিতভাবে ভুল স্বীকার করেছিলেন। তাতেও কোনও লাভ হয়নি।

Ferdous Ahmed 1

শেষে গত বছরের নভেম্বর মাসে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। তারপর মঙ্গলবার ভারতে আসছেন ফিরদৌস। বুধবার আগরতলার চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন। তবে অভিনেতা তাঁর প্রিয় কলকাতায় আসবেন কিনা, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই নিষেধাজ্ঞার জন্য নাকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জীবন অবলম্বনে তৈরি ছবিতে অভিনয় করতে পারেননি ফিরদৌস। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের অফার পেয়েছিলেন তিনি। তার শুটিং মুম্বইয়ে হওয়ার কথা ছিল। সেকথা রাখতে পারেননি। অবশ্য বহুদিন বাদে ফের ভারতে আসতে পেরেই বেজায় খুশি বাংলাদেশি তারকা। এক সংবাদমাধ্যকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানান, এ দেশ তাঁর আরেকটা বাড়ির মতো।  

[আরও পড়ুন: সম্পত্তির ভাগ নিয়ে বচসার জের, ঘুমন্ত ভাইকে গলা কেটে খুন করল দাদা!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement