Advertisement
Advertisement

Breaking News

Mainul Ahsan Noble

মদের নেশায় চুর, বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে বাংলাদেশি গায়ক নোবেল

অভিযোগ, বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন বিতর্কিত গায়ক।

Bangladesh singer Mainul Ahsan Noble suffers accident | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 19, 2023 2:22 pm
  • Updated:August 19, 2023 2:26 pm

সুকুমার সরকার, ঢাকা: বিতর্কে নিত্যদিন জড়াতে থাকেন বাংলাদেশি গায়ক মইনুল হাসান নোবেল (Mainul Ahsan Noble)। এবার মদের নেশায় চুর হয়ে মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন। স্থানীয় সাহায্য করতে গেলেও নাকি মাতলামি করতে থাকেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

Noble

Advertisement

গত বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঢাকার অদূরে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় এই ঘটনা ঘটে। পরদিন অর্থাৎ শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। অভিযোগ, বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন গায়ক। অসংলগ্ন কথা বলছিলেন নোবেল। যাঁরা গায়ককে বাঁচাতে এসেছিলেন তাঁদেরও অপমান করতে থাকেন। এরপর স্থানীয়রা নোবেলের প্রাথমিক চিকিৎসা করেন। তাঁকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।

[আরও পড়ুন: বক্স অফিসে ‘গদর ২’ ঝড়, ফের সিক্যুয়েলের ইঙ্গিত দিলেন সানি দেওল]

জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো ‘সারেগামাপা’র মঞ্চ থেকেই খ্যাতির শিখরে উঠতে শুরু করেছিলেন মইনুল আহসান নোবেল। তবে শো পরবর্তী সময়ে গানের থেকে বেশি বিতর্কেই জড়িয়েছেন। কিংবদন্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য থেকে ধর্ষণের অভিযোগ, এমন নানা বিতর্কে তাঁর নাম জড়িয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে অশালীন মন্তব্য করে তুমুল সমালোচিত হন নোবেল।

Noble

এর আগে আগাম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা করেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম। প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন। জামিনে বের হওয়ার পর একাধিক গণমাধ্যমে নোবেলের উদ্ধৃতি দিয়ে “অতীতের সব ভুল শুধরে আগের নোবেলে ফিরে যেতে চাই”। এমন খবরে গায়কের ভক্তরা যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু কোথায় কী? স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুলল্লা মদ্যপ নোবেলের দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, “নোবেলকে মদ্যপ অবস্থায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। তাকে ওই অবস্থায় স্থানীয়রা মাথায় জল ঢেলে কোনওরকমে সুস্থ করে তোলে।”

[আরও পড়ুন: ফের পর্দায় দেশপ্রেমকে উসকে দেবেন রাজকুমার রাও, নেতাজির পর এবার ভগৎ সিং]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement