সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব (Bangladesh Film Festival)। এই উৎসব চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় রবীন্দ্র সদনে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। ২৯ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হাসান মাহমুদ, বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এছাড়াও উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া আহসান,অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশারফ করিম।
এবারের উৎসবে দেখানো হবে মোট ৩৭ টি ছবি। যার মধ্য়ে উল্লেখযোগ্য হল ‘হাসিনা: এ ডটার’স টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’, ‘গুণীন’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘কালবেলা’, ‘বিউটি সার্কাস’, ‘শাটল ট্রেন’ ও ‘লাল মোরগের ঝুঁটি’। নন্দন ১, ২ ও ৩-এ ছবিগুলো দেখানো হবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বুধবার কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এদিন বলেন, ”দীর্ঘ দু’বছর পর কলকাতায় হতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বিগত বছরগুলোয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে কলকাতাবাসীর বিপুল সাড়া পেয়েছিলাম। এবারেও যে এর সাড়া পাব তা এখন থেকেই আঁচ করতে পারছি। ইতিমধ্যেই কলকাতার একাধিক সিনেপ্রেমী মানুষ যোগাযোগ করছেন। তারা জানতে চাইছেন কবে, কী কী ছবি প্রদর্শিত হবে।”
এদিন তিনি আরও বলেন, ”আমরা যেমন উৎসাহিত তেমনি সচেতন। এই সচেতন থাকার কারণ পুরনো অভিজ্ঞতা অনুযায়ী, এত লোককে শেষ পর্যন্ত জায়গা দিতে পারব কিনা সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু ইচ্ছে করেই আমরা কোন টিকিটের ব্যবস্থা এখনও পর্যন্ত রাখিনি। আমরা চাই যত সম্ভব চলচ্চিত্রপ্রেমী যেন এসে বাংলাদেশের ছবি দেখতে পারেন। বাংলা সিনেমা উপভোগ করতে পারেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.