Advertisement
Advertisement
প্রিয়ম

সাত পাকে বাঁধা পড়লেন প্রিয়ম, বাগদান সারলেন দেবপর্ণা

'বকুল কথা' ও 'নেতাজি' ধারাবাহিকে দু'জনের অভিনয় প্রশংসিত হয়েছে।

Bangali actress Prriyam got married and Debaparna got engaged
Published by: Bishakha Pal
  • Posted:December 12, 2019 5:08 pm
  • Updated:December 12, 2019 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দার বিয়ে এবার হল বাস্তবে। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী ও অভিনেতা শুভজিৎ। বুধবার রাতে বিয়ে হয় তাঁদের। আর এদিনই বাগদান হয়ে গেল অভিনেত্রী দেবপর্ণারও। তরুণ উদ্যোগপতি শুভ্রজিতের সঙ্গে আংটিবদল করলেন তিনি।

প্রিয়ম ও শুভজিতের আইনি বিয়ে হয়ে গিয়েছিল প্রায় তিন বছর আগে। বুধবার রাতে আনুষ্ঠানিক বিয়ে হল তাঁদের। বিয়ের ছবি অবশ্য প্রিয়ম তাঁর সোশ্যাল সাইটে দেননি। কিন্তু বিয়ের আগের অনুষ্ঠানের ছবি তিনি শেয়ার করছেন ইনস্টাগ্রামে। এছাড়া হাতে শাঁখা পরা ছবিও পোস্ট করেছেন প্রিয়ম। বিয়েতে প্রিয়ম সেজেছিলেন ডিজাইনার সুজয় দাশগুপ্তের পোশাকে। লাল শাড়ি পরেই বিয়ে করেন তিনি। একেবারে ঘরোয়াভাবে সমস্ত রীতি পালন করেন প্রিয়ম ও শুভজিৎ। শোনা গিয়েছে, বিয়ের পরই নৈহাটিতে শুভজিতের বাড়ি চলে যাওয়ার কথা নবদম্পতির।

Advertisement

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🦋🦋

A post shared by Prriyam Chakroborty (@prriyamchakroborty) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

ASHIRBAD PORBO 🦋🦋 #thnkugodfreverything🙏 @suvajit_kar_indian

A post shared by Prriyam Chakroborty (@prriyamchakroborty) on

[ আরও পড়ুন: জাঠ বিক্ষোভের জের, ‘পানিপথ’ থেকে বাদ পড়ল ১১ মিনিটের দৃশ্য ]

অন্যদিকে, বুধবারই বাগদান সারলেন দেবপর্ণা। ‘ত্রিনয়নী’ খ্যাত এই অভিনেত্রী বরাবরই তাঁর সম্পর্ক আড়ালে রাখতে ভালবাসেন। তাই উদ্যোগপতি শুভ্রজিতের সঙ্গে যে তিনি সম্পর্কে রয়েছেন, সেই খবর গুটিকয়েক মানুষ ছাড়া জানতেন না। কিন্তু দুর্গাপুজোর পর তাঁরা সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। দেবপর্ণার বাগদানের অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। বুধবার, ১১ ডিসেম্বর ছিল বিয়ের লগ্ন। শুভলগ্ন থাকায় এদিনই বাগদানের অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। শোনা যাচ্ছে পরের বছর জানুয়ারি মাসেই বিয়ে করবেন তিনি। তাই প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। 

দেবপর্ণার হবু স্বামী শুভ্রজিৎ একজন ফিটনেস এক্সপার্ট। তবে তাঁর নিজের একটি ফিটনেস চেন রয়েছে। সেই সূত্র ধরেই দু’জনের আলাপ। এছাড়া চলচচ্চিত্র জগতের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। বাংলা ছবির তিনি অন্যতম ফিনান্সার।

[ আরও পড়ুন: পুরস্কার না পাওয়ায় অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন শাহিদ, বাতিল করলেন পারফর্ম্যান্সও ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement