Advertisement
Advertisement

Breaking News

Amit Mistry

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত অভিনেতা অমিত মিস্ত্রি

বয়স মাত্র ৪৭ বছর।

Bandish Bandits famed Actor Amit Mistry Dies following cardiac arrest | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 23, 2021 4:20 pm
  • Updated:April 23, 2021 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক দুঃসংবাদে বিদ্ধ বলিউড। মঙ্গলবার করোনা (Corona Virus) আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে বলিউডের ৮১ বছরের চরিত্রাভিনেতা কিশোর নন্দলস্করের (Kishore Nandlaskar)। বৃহস্পতিবার রাতে প্রয়াত হন বলিউডে বিখ্যাত নদিম-শ্রবণ জুটির শ্রবণ রাঠোরের (Shravan Rathod)। কোভিড (COVID-19) পজিটিভ ছিলেন তিনিও। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অমিত মিস্ত্রির (Amit Mistry)। মাত্র ৪৭ বছর বয়সে মৃত্যু হল অভিনেতার।

হিন্দি ও গুজরাটি বিনোদন জগতের পরিচিত মুখ ছিলেন অমিত। একাধিক নাটকে অভিনয় করেছেন। ‘শ…কোয়ি হ্যায়’, ‘দফা ৪২০’, ‘তেনালি রামা’, ‘ম্যাডাম স্যার’-এর মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দর্শকদের নজর কাড়েন অমিত। অভিনয় করেছেন ‘কেয়া কহেনা’, ‘এক চালিস কি লাস্ট লোকাল’, ‘শোর ইন দ্য সিটি’, ‘যমলা পাগলা দিওয়ানা’ ছবিতে। আমাজন প্রাইম ভিডিওর ‘বন্দিশ ব্যান্ডিটস’ (Bandish Bandits) সিরিজে অমিত অভিনয় করেছিলেন দেবেন্দ্র রাঠোরের চরিত্রে।

Advertisement

[আরও পড়ুন: ‘রাধে’র ট্রেলার প্রকাশ্যে আসতেই ছবি বয়কটের ডাক, সুশান্ত অনুরাগীদের রোষানলে সলমন]

সংবাদ সংস্থা পিটিআইকে অমিতের ম্যানেজার জানিয়েছেন, কোনও শারীরিক অসুস্থতা ছিল না ৪৭ বছরের অভিনেতার। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেছিলেন তিনি। শরীরচর্চা করে সকালের খাবার পরই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অভিনেতাকে মৃত ঘোষণা করা হয়। অমিতের অকাল প্রয়াণের খবরে শোকস্তব্ধ বলিউডের তারকারা। শোকপ্রকাশ করে টুইট করেছেন রাজেশ তৈলঙ্গ, সোনালি কুলকর্ণি, কুলরাজ রাণধাওয়া।

[আরও পড়ুন: গায়ের রং নিয়ে অশালীন মন্তব্য, স্ক্রিনশট শেয়ার করে তীব্র প্রতিবাদ অভিনেত্রী শ্রুতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement