Advertisement
Advertisement

Breaking News

Prabhas

কেন মুক্তি পাচ্ছে না ‘বাহুবলি’ প্রভাসের নতুন ছবি? শোকে আত্মহত্যা ভক্তের!

যুবকের সুইসাইড নোটে একাধিক অভিযোগ প্রভাসের বিরুদ্ধে।

Bahubali Actor Prabhas' fan pens a suicide note over New Movie 'Radhe shyam' release date | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 13, 2021 12:38 pm
  • Updated:November 13, 2021 1:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন মুক্তি পাচ্ছে না প্রভাসের নতুন ছবি? দিন দিন এই দুশ্চিন্তাই যেন ঘিরে ধরছিল অন্ধপ্রদেশের এক যুবককে। কিছুতেই যেন এই যুবক মেনে নিতে পারছিলেন না তাঁর আইডল ‘বাহুবলি’ (Bahubali) প্রভাস (Prabhas) চুপচাপ বসে আছেন। প্রভাসের নতুন ছবির ফার্স্টলুক প্রকাশ পেলেও, কেন সেই ছবি মুক্তি পাচ্ছে না, তা নিয়েও হতাশ ছিলেন এই যুবক। আর শেষমেশ, সেই হতাশা থেকেই আত্মঘাতী হলেন প্রভাসের এই অন্ধভক্ত যুবক!

নিকট বন্ধুদের থেকে জানা গিয়েছে, প্রথম থেকেই দক্ষিণী নায়ক প্রভাসের খুব বড় ফ্যান ছিলেন এই যুবক। প্রভাসের প্রায় সব ছবি বহুবার দেখা। ‘বাহুবলি’ এবং শাহু ছবি মুক্তি পাওয়ার পর এই যুবক যেন আরও বেশি ফ্যান হয়ে গিয়েছিল। আর সেই কারণেই প্রভাসের নতুন ছবির দিকে তাকিয়ে ছিলেন যুবক।

Advertisement

Prabas

 

[আরও পড়ুন: ‘রোজ আমরা ঝগড়া করতাম!’ জিতু কমলের ‘সত্যজিৎ রায়’ হয়ে ওঠার নেপথ্যের গল্প ফাঁস করলেন স্ত্রী নবনীতা]

পুলিশে সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই যুবক তাঁর সুইসাইড নোটে মৃত্যুর জন্য দায়ী করেছেন প্রভাসের নতুন ছবি রাধে শ্যাম-এর প্রযোজক সংস্থা ইউভি ক্রিয়েশনকে। চিঠিতে যুবক লিখেছিলেন, প্রযোজক সংস্থাকে বার বার বলার পরেও রাধে শ্যাম ছবির মুক্তি পিছিয়েই যাচ্ছিলেন তাঁরা। যুবকের অভিযোগ, বড়পর্দায় প্রভাসকে দেখার অপেক্ষা করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত।

প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম’এর ঝলক এবং ছবি মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে। প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বাজেটের এই ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। অন্ধপ্রদেশের এই অন্ধভক্তের এই ছবির মুক্তি আর দেখা হল না। তবে গোটা বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।

Bahubali

[আরও পড়ুন: অভিনয়ের সবেচেয়ে খারাপ দিক কী? একান্ত সাক্ষাৎকারে অকপট রানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement