Advertisement
Advertisement

Breaking News

Dev Dawshom Awbotaar

‘পুজো জমে গেছে’, সৃজিতের ‘দশম অবতার’-এ মুগ্ধ ‘বাঘাযতীন’, যিশুকে নিয়ে বড় কথা দেবের

ব্যোমকশ মান-অভিমান ভুলে সৃজিতের জন্মদিনের পার্টিতে হাজির দেবও।

Bagha Jatin Dev wishes Srijit's Dawshom Awbotaar trailer praises Jisshu| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 24, 2023 6:16 pm
  • Updated:September 24, 2023 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় বন্ধুত্বের নয়া উদাহরণ। বলিউডের ট্রেন্ডই যেন এবার টলিপাড়ায়। সিনেমা মুক্তির আগে একে-অপরকে শুভেচ্ছা জানানোর এর আগেও দেখা গিয়েছে। তবে বক্স অফিসে সম্মুখ সমরের আগে পরিচালক-অভিনেতার মধ্যে এমন শুভেচ্ছা বিনিময়ের উদাহরণ খুব একটা বেশি দেখা যায় না টলিউডে। সেক্ষেত্রে অন্য পথেই হাঁটলেন দেব।

মান, অভিমান কিংবা প্রতিযোগিতা ভুলে সকলকে নিয়েই চলতে পছন্দ করেন সাংসদ-অভিনেতা। রবিবাসরীয় বেলায় সৃজিতের (Srijit Mukherji) ‘দশম অবতার’ ট্রেলার (Dawshom Awbotaar trailer) প্রকাশ্যে আসার পরই এক্স হ্যান্ডেলে ঢেলে প্রশংসা করলেন দেব। এর আগে দেবের ডাকে শুটিং ছেড়ে ‘ব্যোমকেশ’-এর প্রচারে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এবার পরিচালকের ‘দশম অবতার’ ঝলক দেখে প্রশংসায় পঞ্চমুখ দেব। ছবির মোশন লোগো দেখেও সৃজিতের তারিফ করেছিলেন, এবার ট্রেলার দেখে সাংসদ-অভিনেতার মন্তব্য, “পুজো জমে গেছে। দারুণ সম্ভাবনাময় লাগল। গোটা টিমের সকলকে শুভেচ্ছা। সব চরিত্রের লুক অসাধারণ। তবে যিশুদাকে জাস্ট ফাটাফাটি লাগছে।” উল্লেখ্য, শনিবার সৃজিতের তারকা খচিত জন্মদিনের পার্টিতেও হাজির ছিলেন দেব। একসঙ্গে ছবিও তোলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘আজ রাজনীতি নয়, শুধুই রাঘনীতি’, AAP সাংসদের বিয়েতে গিয়ে বলছেন শিব সেনার আদিত্য ঠাকরে]

‘দশম অবতার’ ছবিতে প্রবীর চৌধুরির ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘খোকা’ অনির্বাণ তাঁর সহকারীর চরিত্রে। যার সঙ্গে জয় আহসানের চরিত্রের রোম্যান্স ট্রেলারে ধরা পড়েছে। ‘২২শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ — দুই পুলিশি ব্রহ্মাণ্ডকে মিলিয়েই এবার মহাজোট তৈরি করেছেন পরিচালক সৃজিত। এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই বাংলার বক্স অফিসে হিট সিনেমা। উপরন্তু ‘দশম অবতার’-এর ট্রেলার দেখে যা আন্দাজ করা যাচ্ছে তাতে ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তর রোমহর্ষক অভিব্যক্তি দর্শকদের প্রত্যাশার পারদ চড়িয়েছে। আর সেই লুকেরই ভূয়সী প্রশংসা করলেন ‘বাঘা যতীন’ দেব (Bagha Jatin)।

প্রসঙ্গত, পুজোয় এবার দুরন্ত লড়াই দেখবে বাঙালি। একদিকে দেবের ‘বাঘা যতীন’, অন্যদিকে সৃজিতের স্পাই ইউনিভার্স ‘দশম অবতার’। ইতিমধ্য়েই দুটি ছবিরই ঝলক দেখে ফেলেছে দর্শক। এবার পালা বক্স অফিসের যুদ্ধ দেখার।

[আরও পড়ুন: বোন পরিণীতির বিয়ে নিয়ে মাথাব্যথা নেই! মহিলা সংরক্ষণ বিলকে ‘ঐতিহাসিক’ বলে প্রশংসা প্রিয়াঙ্কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement