সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি সম্মানে পুরস্কৃত হয় পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ (All We Imagine As Light)। গত ডিসেম্বর মাসেই গোল্ডেন গ্লোবস-এর (Golden Globes 2025) মনোনয়নে সেরার সেরা তালিকায় নাম তুলেছিল এই ছবি। তবে শেষপর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে পারেনি। কিন্তু এখানেই অবশ্য থামেনি পায়েল কাপাডিয়ার বিজয়রথ। আন্তর্জাতিক বিনোদুনিয়ায় বহুল প্রশংসিত এই সিনেমা এবার BAFTA পুরস্কারের দৌড়ে।
অন্তর্জাতিক ফিল্মিদুনিয়ায় ‘দ্য ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস’ পুরস্কার বেশ সম্মানীয়। সেই আঙিনাতেই এবার ভারতের গল্প ঠাঁই পেল। কান-এর মঞ্চে জয়ী ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’কে (BAFTA 2025 nominations) এর আগে ভারতের তরফ থেকে অস্কার না পাঠানোয় সিনেমহলের এক শ্রেণির মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। যে ছবি গোটা বিশ্বের মানুষের কাছে প্রশংসিত, সেই ছবিকে অস্কারের জন্য না বেছে, কেন কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ অস্কার দৌড়ে শামিল, তা নিয়েও বিতর্ক উঠেছিল। তবে সেই বিতর্কের মাঝেই গোল্ডেন গ্লোবস-এর দুটি মনোনয়ন বিভাগে নাম তোলে পায়েল কাপাডিয়ার ছবি। একটি, সেরা পরিচালক বিভাগে এবং অন্যটি সেরা নন ইংলিশ ফিল্ম ক্যাটাগরিতে। তবে কোনও বিভাগেই পুরস্কার হাতে ওঠেনি ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’-এর। এবার বাফটা পুরস্কারের মনোনয়ন বিভাগে জ্বলজ্বল করছে এই সিনেমার নাম।
কোন বিভাগে? BAFTA ২০২৫ সালের মনোনয়ন বিভাগের লিস্ট আসতেই দেখা গেল সেরা নন ইংলিশ ক্যাটাগরিতে নাম রয়েছে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’-এর। যে বিভাগে ‘এমিলিয়া প্যারেজ’, ‘আইঅ্যাম স্টিল হেয়ার’, ‘নিক্যাপ’, ‘দ্য সিড অফ দ্য স্যাকরেড ফিগ’-এর মতো তাবড় চার সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’। গোল্ডেন গ্লোবস-এ অবশ্য পায়েলের ছবিকে টেক্কা দিয়ে সেরা নন ইংলিশ সিনেমার পুরস্কার জিতে নিয়েছিল জ্যাকওয়াস অডিয়ার্ড পরিচালিত ‘এমিলিয়া প্যারেজ’। সেখানেও ‘আই অ্যাম স্টিল হেয়ার’ এবং ‘দ্য সিড অব স্যাক্রেড ফিগ’ দুই ছবির সঙ্গে লড়তে হয়েছিল ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’কে। এবার বাফটা পুরস্কারে সেরা নন ইংলিশ ফিল্ম বিভাগে শেষ হাসি কে হাসে? সেদিকে চোখ থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.