Advertisement
Advertisement

Breaking News

BAFTA 2024

BAFTA-র মঞ্চে বিজেতা ‘ওপেনহাইমার’ কিলিয়নের পাশে দ্যুতি ছড়ালেন দীপিকা, শীঘ্রই ফের হলিউডে?

গোল্ডেন গ্লোবস-এর পর BAFTA-র মঞ্চেও 'ওপেনহাইমার' দাপট, জিতল ৭টি পুরস্কার।

BAFTA 2024: Oppenheimer wins 7 trophies, Deepika Padukone met Cillian Murphy | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:February 19, 2024 11:02 am
  • Updated:February 19, 2024 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কার মনোনয়ন, গোল্ডেন গ্লোবস-এর পর এবার বাফটার মঞ্চেও ‘ওপেনহাইমার’ দাপট। সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন কিলিয়ন মারফি। অন্যদিকে সেরা পরিচালকের শিরোপা পেলেন ক্রিস্টোফার নোলান। সবমিলিয়ে BAFTA-র মঞ্চে ৭টি পুরস্কার জিতে নিল ‘ওপেনহাইমার’। আর বাফটা, গোল্ডেন গ্লোবস জিতে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া অভিনেতার পাশে মঞ্চে দ্যুতি ছড়ালেন ভারতীয় সুন্দরী দীপিকা পাড়ুকোন।

Advertisement

তেইশের সিনেদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল ‘ওপেনহাইমার’। জে রবার্ট ওপেনহাইমার, যিনি পরমাণু বোমার জনক নামে পরিচিত, সেই বিস্ময়কর ব্যক্তির কাহিনি অবলম্বনেই এই ছবি তৈরি করেন ক্রিস্টোফার নোলান। আমেরিকাকে পরমাণু বোমা উপহার দিয়েও তিনি পেয়েছিলেন দেশদ্রোহীর তকমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে জন্ম নেওয়া বহু বিষণ্ণ আখ্যানের মতোই সেও এক করুণ ইতিহাস। সেই ইতিহাস সিনেমার পর্দায় তুলে ধরেছেন নোলান। তবে কম বিতর্ক হয়নি এই সিনেমাকে ঘিরে। তবুও ৫টি গোল্ডেন গ্লোবস, ৭টি বাফটা জিতে এবার মার্চ মাসে অস্কারের দৌড়ে ‘ওপেনহাইমার’। অস্কার মনোনয়নের তালিকাতেও ‘বার্বি’, ‘পুওর থিংস’কে পিছনে ফেলে দিয়েছে এই ছবি। সেরা অভিনেতা, সেরা ছবি, সেরা পরিচালক বিভাগে বাফটা পুরস্কার জিতেছে ‘ওপেনহাইমার’।

[আরও পড়ুন: ‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর]

রবিবার লন্ডনে সেই সিনেমাই যখন বাফটা পুরস্কার পেল, তখন মঞ্চে দাঁড়িয়ে নাম ঘোষণা করলেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় সুন্দরীর উপস্থাপনায় মুগ্ধ হল পশ্চিমী বিনোদুনিয়াও। আগেভাগেই শোনা গিয়েছিল যে, ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অর্থাৎ বাফটা অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। রবিবার রাতে সোশাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন সেই বাফটা লুকে। পরনে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বিশেষ সিক্যুইন শাড়ি। স্লিভলেস ব্লাউজ। মিনিম্যাল মেকআপ। যৎসামান্য গয়নাতেই ৭৭তম বাফটার মঞ্চে বাজিমাত করলেন ‘বলিউড মস্তানি’। সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত কিলিয়ন মারফির পাশে দাঁড়িয়ে দীপিকার একটি ছবি বর্তমানে নেটপাড়ার চর্চায়। অনুরাগীদের কৌতূহল, তাহলে দীপিকা পাড়ুকোনকে কি খুব শ্রীঘ্রই ফের হলিউডি সিনেপর্দায় দেখা যাবে? সেই উত্তর অধরা থাকলেও রইল বাফটা বিজেতাদের তালিকা। 

BAFTA-র মঞ্চে একনজরে ‘সেরার সেরা’ তালিকা

সেরা ছবি- ওপেনহাইমার
সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার
সেরা অভিনেত্রী- এমা স্টোন, পুওর থিংস
সেরা অভিনেতা- কিলিয়ন মারফি, ওপেনহাইমার
সেরা সহ অভিনেত্রী- ডেভাইন জয় ব়্যানডলফ
সেরা সহ অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র
সেরা সিনেমাটোগ্রাফি- ওপেনহাইমার
সেরা চিত্রনাট্য- আমেরিকান ফিকশন
সেরা অরিজিনাল চিত্রনাট্য- অ্যানাটমি অফ আ ফল
সেরা সম্পাদনা- ওপেনহাইমার
অরিজিনাল স্কোর- ওপেনহাইমার

[আরও পড়ুন: বিয়ে করলেন কাঞ্চন-শ্রীময়ী, প্রেমদিবসে রেজিস্ট্রি, মার্চে ছাদনাতলায় তারকাজুটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement