Advertisement
Advertisement
Genda Phool Tabla Folk Mix

নতুন রূপে ‘গেন্দা ফুল’, নেপথ্যের নায়ক রতন কাহারের সঙ্গী ইমন-বিক্রম-দেবলীনা

অরিন্দম শীলের সাজানো ভিডিওতে রয়েছেন বাদশা-জ্যাকলিনও।

Bangla News of Genda Phool: Tabla Folk Mix with Badshah, Jacqueline Fernandez, Bickram Ghosh, Ratan Kahar, Iman Chakraborty, Devlina Kumar | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 10, 2020 8:16 pm
  • Updated:October 10, 2020 8:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেঁদাফুল…”। বাঁশের প্যান্ডেলে যখন তাবু খাটানোর চল ছিল। ফানেলের মতো মাইক থেকে তারস্বরে শব্দ নির্গত হত। তখনও কানে নির্ভেজাল মধুর মতো মিষ্টি ঠেকত এই সুর। বাংলার মাটির সোঁদা গন্ধ মেশানো প্রেমের সুর বেঁধেছিলেন লোকশিল্পী রতন কাহার (Ratan Kahar)। সেই গানকেই নতুন আঙ্গিকে ‘গেন্দা ফুল’ (Genda Phool) হিসেবে নিজের ব়্যাপের ছন্দ মিশিয়ে তুলে ধরতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড গায়ক বাদশা (Badshah)। ভিডিওয় বাদশার সঙ্গে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজও (JacquelineFernandez)। প্রথমে ভিডিওয় রতন কাহারের নাম উল্লেখ করেননি বাদশা। এতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। বিশেষ করে বাঙালিরা। পরে নিজের ভুল স্বীকার করে রতন কাহারকে তাঁর প্রাপ্য দেন বলিউড ব়্যাপার। উল্লেখ করেন তাঁর নাম। এবার রতন কাহারকে কেন্দ্র করই সেই ভিডিওকে নতুন করে সাজিয়ে দর্শকদের দরবারে পরিবেশন করলেন বিক্রম ঘোষ (Bickram Ghosh) এবং অরিন্দম শীল (Arindam Sil)। নতুন রূপে সেজে বলিউডের ‘গেন্দা ফুল’ হল বাংলার ‘গাঁদা ফুল’।

Advertisement

[আরও পড়ুন: ‘গিনি ওয়েডস সানি’ রিভিউ: বিয়ের এই আসরে একেবারেই বেমানান বিক্রান্ত-ইয়ামি]

সিউড়ি থেকে এসে ভিডিওর শুটিং করেছেন রতন কাহার। নিজের তবলার ছন্দে গানকে নতুন করে সাজিয়েছেন বিক্রম। কি-বোর্ডের অ্যারেঞ্জমেন্ট করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়। ভিডিওয় গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন ইমন চক্রবর্তী (  Iman Chakraborty)। নাচে তাল মিলিয়েছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। বাদশা এবং জ্যাকলিন ফার্নান্ডেজের কিছু দৃশ্যও গানে রাখা হয়েছে। পুরো বিষয়টি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন পরিচালক অরিন্দম শীল। এভাবেই বাংলার মাটির গান পুজোর (Durga Puja 2020) আগেই নতুনভাবে দর্শকের দরবারে হাজির হয়েছে সপ্তাহান্তে। আর তাতে রইলেন গানের নেপথ্যের নায়ক রতন কাহার।

[আরও পড়ুন: করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, স্বাভাবিক রক্তচাপ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement