ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিন মানেই বলিউডের কাপুর পরিবারে বড় সম্মেলন! সারা বছর যত ব্যস্ত শিডিউলই থাক না কেন, প্রতিবার ক্রিসমাসে একছাদের তলায় জড়ো হন সকলে। কাপুরদের মেয়ে-জামাই সইফ-করিনার পাশাপাশি ছেলে-বউমা রণবীর-আলিয়াও আসেন। পারিবারিক পার্টিতে দিনভর হইহই করে বেড়ায় খুদে প্রজন্ম। গতবার এই বড়দিনেই ক্যামেরার সামনে প্রথমবার রাহার মুখ দেখিয়েছিলেন রণবীর-আলিয়া। আর এবার তো তার মুখে কথা ফুটেছে! মিষ্টি সুরেই ফটোশিকারিদের ‘মেরি ক্রিসমাস’-এর শুভেচ্ছা জানাল রাহা (Raha)।
রাহার মুখে আধো-আধো উচ্চারণে ‘মেরি ক্রিসমাস’ শুনে উচ্ছ্বসিত পাপারাজ্জিরাও। শুধু কি তাই? তাঁদের উদ্দেশে ‘ফ্লায়িং কিস’ও ছুঁড়ল রণবীর-আলিয়ার (Ranbir-Alia) মেয়ে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগও হাতছাড়া করলেন না ফটোশিকারিরা। সেখানেই দেখা গেল, কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতে যাওয়ার আগে বাবা রণবীর কাপুরের কোলে চড়ে হাসিমুখে ফটোশিকারিদের উদ্দেশে হাত নাড়তে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। পাশে আলিয়া মেয়ের কীর্তি দেখে হেসে গড়ালেন।
View this post on Instagram
এবারে কাপুরদের ক্রিসমাস পার্টির আয়োজন করা হয়েছিল রণবীরের কাকা কুণাল কাপুরের মুম্বইয়ের বাড়িতে। সেখানে যাওয়ার আগেই চর্চার শিরোনামে রাহা কাপুর। কার্যত মা-বাবার থেকে লাইমলাইট কেড়ে নিল খুদে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.