সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা নিয়ে টুইট করে এবার বিতর্কের মুখে পড়লেন ‘দ্য় কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কলকাতায় একটি বই স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আসার কথা পরিচালকের। শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বেগবাগান এলাকার কোয়েস্ট শপিং মল থেকে সরিয়ে দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে হয়ে যাওয়ায় একটি বিতর্কিত টুইট করেন বিবেক। আর তা নিয়েই শুরু শোরগোল।
বিবেক টুইট করে লেখেন, ‘কলকাতাবাসী আপনাদের জানাচ্ছি যে নিরাপত্তার কারণে আমার বই আরবাননক্সাল বই স্বাক্ষরের স্থানটি কোয়েস্ট মল থেকে স্টারমার্ক বুক শপ, সাউথ সিটি মলে সরানো হয়েছে। আমাকে জানানো হয়েছে যেহেতু কোয়েস্ট মল একটি মুসলিম এলাকা, তাই এটি নিরাপদ নয়। এটাই আধুনিক বাংলার কী ট্র্যাজেডি।’ বিবেকের এমন টুইট দেখে নিন্দায় সরব নেটিজেনরা।
KOLKATA: ATTENTION:
This is to inform that due to security reasons the venue of book signing of #UrbanNaxals has been shifted from Quest Mall to Starmark Book Shop, South City Mall.
I’m informed that since Quest Mall is a Muslim Area it’s not safe. The tragedy of modern Bengal. pic.twitter.com/rp7KOWpwtt
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 20, 2023
তবে এখানেই শেষ নয়। বিবেকের এই টুইটকে রি-টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেই টুইটে তিনি লেখেন, ‘অবাক হওয়ার কিছু নেই। তীব্র গরমের কারণে কোয়েস্ট মলের আশপাশের এলাকাবাসী গরম থেকে বাঁচতে মলের ভিতর ঢুকে পড়ে। এই ঘটনায় কেউ কিছুই করতে পারেনি। এমনকী, পুলিশও নয়। ‘
My dear friend @SuPriyoBabul,
The event was shifted for security reasons. I was told it’s a Muslim area (in a secular country) and it’s not safe for me to sign my book #UrbanNaxals there. As a MLA can you please ensure my safety? Or even you are helpless like me? https://t.co/MAQ58MRH5e
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 20, 2023
তবে বিবেকের এই টুইটের জবাব দিয়েছেন বালিগঞ্জ এলাকার বিধায়ক বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় টুইট করে লেখেন, ‘প্রিয় বিবেক অগ্নিহোত্রী, আপনি আমার চলচ্চিত্র সম্প্রদায়ের একজন সহকর্মী এবং আপনার স্ত্রী পল্লবীর সঙ্গে আমার পরিচিতি দীর্ঘকাল ধরে। কোয়েস্ট মলটি আমার এমএলএ নির্বাচনী এলাকা বালিগঞ্জে রয়েছে। আমার শুনে খারাপ লাগছে যে আপনার ইভেন্টটি এই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে এবং তা আপনার বলা কারণের জন্য়’।
বাবুল সুপ্রিয়র এই টুইট দেখে তাঁর উত্তরে বিবেক আবার লেখেন, ‘আপনি যেহেতু বিধায়ক, আপনি কি আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন। নাকি আমার মতোই আপনি অসহায়।’ সেই টুইটও পালটা উত্তর দিয়েছেন বাবুল। বাবুল আবার লেখেন, ‘আমি অসহায় নই। আমি যখন বিজেপিতে ছিলাম তখন বিনা কারণে আমাকে দাঙ্গাবাজ বলা হয়েছিল। দয়া করে অনুষ্ঠানের একদিন আগে কলকাতায় আসুন। আপনাকে সেরা বুক রিলিজ অনুষ্ঠান উপহার দিতে চাই।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.