Advertisement
Advertisement

Breaking News

Vivek Agnihotri

‘ কলকাতার মুসলিম এলাকায় অনুষ্ঠান নিরাপদ নয়’, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী, পালটা বাবুলের

কী বললেন বাবুল সুপ্রিয়?

Babul Supriyo's ‘challenge’ after Vivek Agnihotri changes location of Kolkata even| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 21, 2023 9:34 am
  • Updated:April 21, 2023 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা নিয়ে টুইট করে এবার বিতর্কের মুখে পড়লেন ‘দ্য় কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কলকাতায় একটি বই স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আসার কথা পরিচালকের। শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বেগবাগান এলাকার কোয়েস্ট শপিং মল থেকে সরিয়ে দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে হয়ে যাওয়ায় একটি বিতর্কিত টুইট করেন বিবেক। আর তা নিয়েই শুরু শোরগোল।

বিবেক টুইট করে লেখেন, ‘কলকাতাবাসী আপনাদের জানাচ্ছি যে নিরাপত্তার কারণে আমার বই আরবাননক্সাল বই স্বাক্ষরের স্থানটি কোয়েস্ট মল থেকে স্টারমার্ক বুক শপ, সাউথ সিটি মলে সরানো হয়েছে। আমাকে জানানো হয়েছে যেহেতু কোয়েস্ট মল একটি মুসলিম এলাকা, তাই এটি নিরাপদ নয়। এটাই আধুনিক বাংলার কী ট্র্যাজেডি।’ বিবেকের এমন টুইট দেখে নিন্দায় সরব নেটিজেনরা।

Advertisement

[আরও পড়ুন: পামেলা চোপড়ার প্রতি শ্রদ্ধা,’কিসি কা ভাই কিসি কি জানে’র প্রিমিয়ার বাতিল করলেন সলমন ]

তবে এখানেই শেষ নয়। বিবেকের এই টুইটকে রি-টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেই টুইটে তিনি লেখেন, ‘অবাক হওয়ার কিছু নেই। তীব্র গরমের কারণে কোয়েস্ট মলের আশপাশের এলাকাবাসী গরম থেকে বাঁচতে মলের ভিতর ঢুকে পড়ে। এই ঘটনায় কেউ কিছুই করতে পারেনি। এমনকী, পুলিশও নয়। ‘

তবে বিবেকের এই টুইটের জবাব দিয়েছেন বালিগঞ্জ এলাকার বিধায়ক বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় টুইট করে লেখেন, ‘প্রিয় বিবেক অগ্নিহোত্রী, আপনি আমার চলচ্চিত্র সম্প্রদায়ের একজন সহকর্মী এবং আপনার স্ত্রী পল্লবীর সঙ্গে আমার পরিচিতি দীর্ঘকাল ধরে। কোয়েস্ট মলটি আমার এমএলএ নির্বাচনী এলাকা বালিগঞ্জে রয়েছে। আমার শুনে খারাপ লাগছে যে আপনার ইভেন্টটি এই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে এবং তা আপনার বলা কারণের জন্য়’।

বাবুল সুপ্রিয়র এই টুইট দেখে তাঁর উত্তরে বিবেক আবার লেখেন, ‘আপনি যেহেতু বিধায়ক, আপনি কি আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন। নাকি আমার মতোই আপনি অসহায়।’ সেই টুইটও পালটা উত্তর দিয়েছেন বাবুল। বাবুল আবার লেখেন, ‘আমি অসহায় নই। আমি যখন বিজেপিতে ছিলাম তখন বিনা কারণে আমাকে দাঙ্গাবাজ বলা হয়েছিল। দয়া করে অনুষ্ঠানের একদিন আগে কলকাতায় আসুন। আপনাকে সেরা বুক রিলিজ অনুষ্ঠান উপহার দিতে চাই।’

[আরও পড়ুন: বাদল অধিবেশনে সিনেম‌াটোগ্রাফ বিল পেশ, পাইরেসি আটকাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement