সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে টলিউডে আগেই পা রেখে ফেলেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সৃজিতের তৈরি সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে অভিনয় করে এপার বাংলার দর্শকদের প্রশংসাও পেয়েছেন বাঁধন। আর এবার বলিউডে পাড়ি জমালেন আজমেরি। বলিউডের খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবিতে এবার দেখা যাবে আজমেরি হক বাঁধনকে।
সম্প্রতি বিশাল ভরদ্বাজ ইনস্টাগ্রামে আজমেরির সঙ্গে আপলোড করেছেন একটি ছবি। যেখানে বিশাল বাঁধনের উদ্দেশ্যে লিখেছেন, ‘বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রীকে এবার আমার ছবিতে পেলাম!’
জানা গিয়েছে, বিশাল ভরদ্বাজের এই ছবিতে বাঁধনের পাশাপাশি দেখা যাবে তাব্বু, আলি ফজল, আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের।
বাংলাদেশের সিনেমা জগতের এক উজ্জ্বল তারকা আজমেরি। কয়েক মাস আগেই তাঁর অভিনীত ছবি ‘রেহানা মারিয়াম নূর’ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়। এই ছবিই প্রথম বাংলাদেশের ছবি যা স্থান পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। ফ্রান্সে এই উৎসবের রেড কার্পেটে জামদানি শাড়ি পরে নজর কেড়েছিলেন বাঁধন। সৃজিতের সিরিজে মুসকান জুভেরির চরিত্রে অভিনয় করেও তাক লাগিয়ে ছিলেন বাঁধন। আর এবার বলিউডের ছবিতেও যে তিনি চমক দেবেন তা বলাই বাহুল্য।
বিশালের ছবি নিয়ে বলতে গিয়ে আজমেরি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখলেন, ‘বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই ভাল লাগছে। খুবই মাটির মানুষ তিনি। এই ছবির পুরো টিমটাই অসাধারণ। ‘
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.