Advertisement
Advertisement

Breaking News

Ayushmann Khurrana

বলি নায়িকারাও ‘ফেল’? কালো লেহেঙ্গায় আয়ুষ্মান খুরানার ঠুমকা দেখে ‘কুপোকাত’ পুরুষরা!

'ড্রিম গার্ল'-এর নতুন গানে 'ড্রিম গার্ল'কে দেখেছেন?

Ayushmann Khurrana steals the show in Dream Girl 2 song Dil Ka Telephone 2| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 10, 2023 6:35 pm
  • Updated:August 10, 2023 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড নায়িকারাও ‘ফেল’! কালো লেহেঙ্গা, চড়া মেকআপে ‘ড্রিম গার্ল ২’-এর নতুন গানে পুরুষদের মন চুরি করলেন আয়ুষ্মান খুরানা। সদ্য মুক্তি পেয়েছে ছবির নতুন গান ‘দিল কা টেলিফোন ২’। আর গানেই লাস্যময়ীর অবতারে পুরুষদের ঘায়েল করলেন বলিউড অভিনেতা।

গানের ভিডিওতে দ্বৈত ভূমিকায় ধরা দিলেন আয়ুষ্মান খুরানা। প্রথম গানের আমেজই রাখা হয়েছে ‘দিল কা টেলিফোন ২’তে। আয়ুষ্মান, অনন্যা পাণ্ডের লাভস্টোরির ঝলকও মিলল সেই গানে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই পুরুষদের স্বপ্নসুন্দরী হয়ে টিজারে ফের বাজিমাত করেছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। এবার ছবির নতুন গান প্রকাশ্যে এল।

Advertisement

উল্লেখ্য, ২০১৯ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’। রাজ শান্ডিল্যর পরিচালনায় সেই ছবিতেই প্রথমবার করম ওরফে পূজা হিসেবে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে। নিজের লাস্যময়ী অবতারে দর্শকদের মন কেড়েছিলেন অভিনেতা। মেয়ের গলায় কথা বলে ফোনের মধ্যে দিয়েই পুরুষদের মন জয় করত। পূজার লাস্যে দর্শকদের মনও গলেছিল। মাত্র ২৮ কোটি টাকা বাজেটের সেই সিনেমা বক্স অফিসে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল।

মাঝে চারটে বছর কেটে গিয়েছে। কিন্তু পূজার ম্যাজিক যেন কমেনি। আরও বেশি হট অবতারে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন আয়ুষ্মান। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল। আগের সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরত ভারুচা। এ ছবিতে নায়িকা অনন্যা পাণ্ডে। ছবিতে পরীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আয়ুষ্মানে বাবার ভূমিকায় অন্নু কাপুরই রয়েছেন।

[আরও পড়ুন: ‘আমি এখনও হিরোইন, এত্ত বয়স হয়নি’, ভরা মঞ্চে ভক্তর কীর্তি দেখেই আঁতকে উঠলেন কৌশানী!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Music Company (@zeemusiccompany)

এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়া, মনোজ যোশি, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূজার প্রেমিক তথা স্বামী হিসেবে দেখা যাচ্ছে অভিষেককে। ব্যাপার কী? তা জানা যাবে আগামী ২৫ আগস্ট। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ড্রিম গার্ল ২’ (Dream Girl 2)।

[আরও পড়ুন: ‘মহাভারত’-এর হিট ‘দ্রৌপদী’ রূপা গঙ্গোপাধ্যায়কেই ‘গুরু’ মনে করছেন রুক্মিণী মৈত্র! কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement