সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জুতোতে পা গলাতে চলেছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকে ‘পাঞ্জাব দি পুত্তর’! অতঃপর বাংলা শেখা মাস্ট! আর মহারাজের মতো বাংলা উচ্চারণ স্পষ্ট করতেই কি আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছেন আয়ুষ্মান? তাঁর সাম্প্রতিক পোস্ট অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।
পরিষ্কার বাংলায় আয়ুষ্মান খুরানা লিখলেন, “মুক্ত করে দাও।” বিছানা যেন ছাড়তেই চাইছে না তাঁকে। ক্লাইনোম্যানিয়ায় আক্রান্ত হিন্দি সিনেদুনিয়ার ‘হট অ্যান্ড বোল্ড’ অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়! দেশের আট থেকে আশির মহিলাদের ‘হার্টথ্রব’ আয়ুষ্মান। আর সেই অভিনেতা যখন বিছানায় অর্ধনগ্ন অবস্থার ছবি দিলেন, তা দেখে যে সোশাল মিডিয়ায় হুড়োহুড়ি পড়বে, সেটাই স্বাভাবিক। তবে নেটপাড়ার নজর কাড়ল তাঁর ক্যাপশন।
বাঙালি অনুরাগীরা তো বটেই এমনকী পদ্মাপাড়ের ভক্তরাও একেবারে বিগলিত প্রিয় অভিনেতার মুখে বাংলা শুনে। কমেন্ট বক্সেও ভালোবাসা উজাড় করে দিলেন। কেউ আয়ুষ্মানকে সরাসরি উত্তর দিয়ে বললেন, ‘কবেই করে দিয়েছি মুক্ত।’ আবার কেউ বা বললেন, ‘নাও মুক্ত করে দিলাম।’ আয়ুষ্মানের পোস্ট করা ছবিতে দেখা গেল, খালি গায়ে ধবধবে সাদা বিছানায় শুয়ে রয়েছেন আয়ুষ্মান। কখনও তাঁকে ঘুমন্ত অবস্থায় দেখা গেল, আবার কখনও বা সাদা চাদরের ভিতর থেকে তাঁর উন্মুক্ত শরীরে খেলে গেল দুষ্টু ইশারা!
প্রসঙ্গত, গত আগস্ট মাসেই রিলিজ করেছে আয়ুষ্মান অভিনীত ‘ড্রিম গার্ল ২’। যদিও সেই সিনেমা খুব একটা ব্যবসা করতে পারেনি। ১৪০ কোটি টাকা কামাই করতে পেরেছে এই ছবি। সিনে সমালোচকদের থেকেও মিশ্র প্রতিক্রিয়া। সামনেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.