Advertisement
Advertisement

Breaking News

ডোনাল্ড ট্রাম্প

‘LGBTQ সম্প্রদায়ের অধিকার আদায়ে ট্রাম্পের মন্তব্যই আশার আলো’, বললেন আয়ুষ্মান

LGBTQ-দের অধিকার আদায় নিয়ে ট্রাম্পের সদর্থক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত বলিউড অভিনেতা।

Ayushmann Khurrana opens up on LGBTQ right on Trump's reaction
Published by: Sandipta Bhanja
  • Posted:February 23, 2020 2:11 pm
  • Updated:February 23, 2020 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমকামীদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগ দেখে যারপরনাই উচ্ছ্বসিত আয়ুষ্মান খুরানা। শনিবারই সমকামী প্রেমকাহিনি ভিত্তিক ছবি ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’কে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে টুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে LGBTQ-দের নিয়ে মুখ খুললেন আয়ুষ্মানও।

মূলত LGBTQ-দের অধিকার আদায় নিয়েই বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা সরব হলেন। তাঁর কথায়, “‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া দেখে খুবই ভাল লাগল। আশা করি, ট্রাম্পের এমন মন্তব্যে সমকামী সম্প্রদায় কিছুটা হলেও আশার আলো খুঁজে পাবে। এবং মনে করছি, বিশ্ব তথা মার্কিন মুলুকেও LGBTQ সম্প্রদায়ের অধিকার আদায়ের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে ট্রাম্পের এই সদর্থক প্রতিক্রিয়া।”

Advertisement

[আরও পড়ুন:১০ বছরে দশজনের রহস্যমৃত্যু, নিষিদ্ধ ফিল্মসিটিতে ‘ইন্ডিয়ান ২’র শুটিং ঘিরে বিতর্ক ]

প্রসঙ্গত, শুক্রবার মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র কুমার অভিনীত ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’। সমকামী প্রেমের গল্পকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিনেমা। এই ছবি নিয়ে টুইট করেছিলেন সমকামী আন্দোলনের অন্যতম মুখ পিটার টাশেল। যিনি কিনা  সমকামপ্রেমীদের অধিকার আদায় নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন। বলিউডের এই রোম্যান্টিক কমেডি দেখে আপ্লুত খোদ পিটারও। টুইটারে সেকথা জানিয়েছেনও তিনি। লেখেন, এই ছবি হয়তো সমকাম নিয়ে মানুষের ধ্যানধারণা বদলাতে সমর্থ হবে। এরপরই পিটারের টুইট রিট্যুইট করেন ট্রাম্প। 

ট্রাম্পের ভারত সফর নিয়ে যতই রাজনৈতিক তরজা চলুক, কাটাছেঁড়া চলুক, মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বলিউড ছবির অনুরাগীদের মন জিতে নিয়েছেন। এদেশে আসার আগেই বলিউড ছবির প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’কে ‘অসাধারণ’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলিউড ছবি নিয়ে ট্রাম্পের মুখে এমন বক্তব্য শুনে তো অবাক নেটিজেনরা! মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে উচ্ছ্বসিত খোদ অভিনেতাও।

[আরও পড়ুন:বিতর্কে বার্লিন চলচ্চিত্র উৎসব, বড়সড় কেলেঙ্কারি ফাঁস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement