Advertisement
Advertisement

Breaking News

Dream Girl 2

‘পূজা’কে ফোন ‘পাঠানে’র! ফের আগুন ঝরাতে আসছে ‘ড্রিমগার্ল ২’, দেখুন টিজার

ফের ফোনেই নানা দুষ্টুমি করবেন 'পূজা' ওরফে আয়ুষ্মান খুরানা।

Ayushmann Khurrana Dream Girl Teaser out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 14, 2023 1:26 pm
  • Updated:February 14, 2023 1:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই বেজে উঠল ফোন। ফোনের এপারে পূজা আর ওপারে পাঠান! প্রায় চারবছর পর ফোনে কথা। চার বছর পর দুষ্টুমি। ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে নিয়ে জুলাইয়ে হট অবতারে প্রকাশ্য়ে আসতে একেবারে তৈরি ‘ড্রিমগার্ল’ পূজা। না, শুধু পাঠানের জন্য নয়। পূজার টার্গেট সব পুরুষ মানুষরাই!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২০১৯ সালে মুক্তি পায় আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana) অভিনীত ছবি ‘ড্রিমগার্ল’। ছবিতে মেয়ের গলায় কথা বলে ফোনের মধ্যে দিয়েই পুরুষদের মন জয় করতেন পূজা ওরফে আয়ুষ্মান। সে পূজাই ফিরে আসছে ৪ বছর পর। আরও বেশি হট অবতারে। সেই ছবি অর্থাৎ ‘ড্রিমগার্ল ২’-এর টিজারে তেমনই ইঙ্গিত দিলেন আয়ুষ্মান। তবে এই টিজারে উঠে এল শাহরুখের ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবির প্রসঙ্গ। বলিউড যে কোমর বেঁধে একে অপরের ছবিকে প্রচার করছেন, তার প্রমাণ পাওয়া  গেল এই টিজারে।  

Advertisement

[আরও পড়ুন: প্রেমের ছবিতে জুটি বাঁধছেন পাওলি-ঋত্বিক, পরিচালনার দায়িত্বে পৃথা চক্রবর্তী]

কয়েকমাস আগে এই ছবির ঘোষণা করতে গিয়ে ইদের দিনেই পুজো করার কথা জানান আয়ুষ্মান (Ayushman Khurana)। এই পুজো আসলে বক্স অফিসের পুজো। অর্থাৎ আয়ুষ্মান বোঝাতে চেয়েছেন ছবি মুক্তির কথা। এই সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে রয়েছেন অনন্যা পাণ্ডে। ‘ড্রিম গার্ল টু’তে আয়ুষ্মান ও অনন্যা পাণ্ডে ছাড়াও রয়েছেন অন্নু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, মনোজ যোশী, রাজপাল যাদব, সীমা পাওয়া, মনোজিৎ সিং ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: ‘জীবনে উঁচুতে উঠতে প্রেমে পড়তে হয়’ সোশ্যাল মিডিয়ায় ভালবাসার পাঠ কঙ্গনা রানাউতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement