Advertisement
Advertisement

Breaking News

Ayushmann Khurrana

স্ত্রী তাহিরার সঙ্গে ব্রেকআপ আয়ুষ্মানের!

দাম্পত্যের গোপন তথ্য শেয়ার করলেন আয়ুষ্মান খুরানা।

Ayushmann Khurrana broke up with wife Tahira after winning 'Roadies
Published by: Akash Misra
  • Posted:April 23, 2024 7:53 pm
  • Updated:April 23, 2024 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে ব্রেকআপ করেছিলেন আয়ুষ্মান! হ্য়াঁ, বিয়ের এত বছর পর দাম্পত্যের গোপন তথ্য শেয়ার করলেন আয়ুষ্মান খুরানা। এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানালেন, ”আচমকাই মনে হয়েছিল এই সম্পর্কে থাকা ঠিক নয়।”

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী তাহিরার সঙ্গে সম্পর্ক নিয়ে আয়ুষ্মানকে প্রশ্ন করা হলে, আয়ুষ্মান জানান, ”তখন সদ্য রোডিজ জিতেছি। তখন আমি তখন খুব জনপ্রিয়। চণ্ডীগরে সবাই আমাকে একবার দেখার জন্য, কথা বলার জন্য মুখিয়ে থাকতেন। তাই নিজেকে তখন আমি কেউকেটা ভাবতাম।”

Advertisement

আয়ুষ্মান আরও জানান, ”এই সময়টা আমার মাথা ঘুরে গিয়েছিল। তাই তাহিরার সঙ্গে ব্রেক আপ করেই দিই। তবে ৬ মাস কাটতেই তাহিরার কাছে ফিরে যাই। কারণ, আমি প্লেবয় হয়ে থাকতে চাই না!”

[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট! নিরাপত্তা বাড়ছে মুখ্যমন্ত্রী ও অভিষেকের]

২০০৮ সালে তাহিরা কাশ্যপকে বিয়ে করেন আয়ুষ্মান। আয়ুষ্মানের জীবনের সব ওঠা-পড়ার সঙ্গেই যুক্ত রয়েছেন তাহিরা। অন্যদিকে যখন ক্য়ানসারে আক্রান্ত হন তাহিরা। আয়ুষ্মান তখন শক্ত খুঁটির মতো পাশে ছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

 তাহিরা কাশ্যপ, ২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন। কঠিন সময়ে স্ত্রীর পাশে ছিলেন আয়ুষ্মান। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের এই সম্পর্ক আরও পোক্ত হয়েছে। আয়ুষ্মান-ঘরনি তাহিরা কাশ্যপ নিঃসন্দেহে কর্কটরোগে আক্রান্ত মানুষ তথা মহিলাদের জন্য এক নয়া অনুপ্রেরণা। কর্কট রোগ তাঁর উপর বড়সড় এক দাগ ফেলে গিয়েছে। শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর মধ্যে এসেছে মানসিক পরিবর্তনও। ক্যানসারের ক্ষতই তাহিরার কাছে এখন ‘ব্যাচ অফ অনার’-সম। বদলে ফেলেছেন সৌন্দর্যের সংজ্ঞা। দুরারোগ্য ব্যধিও কমাতে পারেনি তাহিরার অদম্য মানসিক জোর। শরীরে কর্কটরোগের বীজ থাকতেই ঘোষণা করেন যে তিনি পরিচালক হিসেবে পদার্পণ করতে চলেছেন বলিউডে। ‘শর্মাজি কি বেটি’ নামে এক ছবি পরিচালনা করেছেন তিনি।

[আরও পড়ুন: চরম গরমে প্রিয় পোষ্যকে সুস্থ রাখবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement