Advertisement
Advertisement
Ayesha Takia

মুখের এমন অবস্থা! ‘প্লাস্টিক সার্জারি’র খোঁটাতেই চটলেন আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব

সম্প্রতি বিমানবন্দরে আয়েশা টাকিয়াকে দেখা যায়। সেই ছবি ঘিরেই শোরগোল নেটপাড়ায়।

Ayesha Takia reacts to trolls about her looks | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 19, 2024 1:10 pm
  • Updated:February 19, 2024 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় ছিলেন হার্টথ্রব। তাঁর মিষ্টি চেহারার কদর হামেশাই ছিল বলিউডে৷ খোদ সলমন খানের ‘ওয়ান্টেড’ নায়িকা ছিলেন তিনি৷ কিন্তু বিয়ের পর আর সেভাবে ক্যামেরার সামনে আসেননি আয়েশা টাকিয়া (Ayesha Takia)৷ সম্প্রতি বিমানবন্দরে তাঁকে দেখা যায়। ছেলের সঙ্গে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। কিন্তু তাতেও শুনতে হল কটাক্ষ। যার জবাব সোশাল মিডিয়াতেই দিলেন অভিনেত্রী।

Ayesha-Takia-1

Advertisement

বর্তমান আয়েশা টাকিয়াকে এক নজরে চিনতে পারা বেশ দুষ্কর৷ শোনা যায়, ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন অভিনেত্রী। যার জেরে তাঁর মুখের আদল অনেকটাই পালটে গিয়েছে। নেটিজেনরা এই বদল একেবারেই ভালোভাবে নেননি। ভালোই মিষ্টি ছিলেন দেখতে, প্লাস্টিক সার্জারি করার ভীমরতি কেন হল নায়িকার? এমন প্রশ্ন তোলা হয়েছে। করা হয়েছে ব্যঙ্গ-বিদ্রুপ। সেই বিদ্রুপের জবাবই নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে দিলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে মুম্বই ছাড়লেন বরুণ ধাওয়ান! সন্তানের খবর দিয়েই কোথায় গেলেন? ]

এই সমস্ত কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপের জবাব দিয়েই আয়েশা লেখেন, “এই কথাগুলো এবার বলতেই হবে, দুদিন আগে গোয়া যেতে হয়েছিল…পরিবারে জন্য, মেডিক্যাল এমার্জেন্সি ছিল… আমার বোন ছিল হাসপাতালে। এতকিছুর মধ্যেও পাপারাজ্জি যখন আটকালো, যাওয়ার কিছু সময় আগে হলেও তাঁদের জন্য হাসিমুখে পোজ দিয়েছিলাম। তাতে যা হচ্ছে, মনে হয় আমার লুক নিয়ে কাটাছেঁড়া করা ছাড়া দেশে আর কোনও কাজ নেই।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🧿Ayesha Takia Azmi (@ayeshatakia)

এর পরই আয়েশা আবার লেখেন, “লোকজন লাগাতার বলে যাচ্ছে যে আমার কেমন দেখতে হওয়া উচিত, আর কেমন দেখতে হওয়া উচিত নয়। আমাকে নিয়ে এত ভাববেন না, আমার এখন সিনেমা নিয়ে বা কামব্যাক নিয়ে কোনও ইন্টারেস্ট নেই। নিজের জীবনে খুব ভালো আছি, কখনও লাইমলাইটে থাকতে চাইনি, খ্যাতিও চাই না, কোনও সিনেমায় অভিনয় করতেও চাই না… তাই আমায় নিয়ে অত মাথা ঘামাবেন না।” এই পোস্টের ক্যাপশনেই আবার নিজের ফলোয়ার, ফ্যান ও শুভাকাঙ্খীদের পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন তারকা।

[আরও পড়ুন: ‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement