Advertisement
Advertisement
Brahmāstra: Part One – Shiva

ক্যামিও চরিত্রেই হিট শাহরুখ, ‘ব্রহ্মাস্ত্র’-এ কিং খানের চরিত্র নিয়ে তৈরি হবে আলাদা ছবি

ইতিমধ্যে ৪১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'ব্রহ্মাস্ত্র'।

Ayan Mukerji on spin-off of Shah Rukh Khan’s character in Brahmastra | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 14, 2022 4:35 pm
  • Updated:September 14, 2022 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে হইহই করে চলছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’। তবে দর্শকরা কিন্তু মজেছেন ব্রহ্মাস্ত্র ছবির মোহন ভার্গবে। হ্যাঁ, শুধু শাহরুখকে দেখানোর জন্যই কিং খান অনুরাগীরা ছুটছেন ‘ব্রহ্মাস্ত্র’ দেখতে। আর শুধুই কি দেখা, সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের একটাই দাবি, এত অল্পতে সাধ মেটে না, শাহরুখকে চাই গোটা ছবিতে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে শাহরুখকে নিয়ে উন্মাদনার খবর কানে গিয়ে পৌঁছয় পরিচালক অয়ন মুখোপাধ্যায়েরও। পরিচালক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmāstra: Part One – Shiva) ছবির শাহরুখের চরিত্রকে আলাদা করে ভাবা হয়েছিল অনেক আগেই। ২০১৯ সালে আমরা যখন ছবির এই অংশ নিয়ে কাজ করছিলাম, তখনই এই বিষয় নিয়ে আলোচনা করেছি। চরিত্র বিশ্লেষণ করার সময় আমরা ভাবছিলাম, এই চরিত্র নিয়ে আরও কাজ করা উচিত।’ তিনি আরও জানান, শাহরুখ খান একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তা অয়নসহ দলের বাকিরাও চাইছিলেন না। তবে ব্রহ্মাস্ত্র ছবিতে শাহরুখ শুধুমাত্র একটা ঝলক। পরিচালকের কথায়, খুব শীঘ্রই বড় কিছু একটা করার পরিকল্পনা হচ্ছে।

Advertisement

প্রথম দিনেই আশা জেগেছিল বয়কট বিতর্ক পেরিয়ে শেষমেশ হয়তো বক্স অফিসের হাল ফেরাবে রণবীর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ (Brahmastra Part One: Shiva)। শনিবারও একই ভাবে বক্স অফিসে ঝড় অব্যাহত রাখল বিগ বাজেটের এই ছবি। দু’দিনেই গোটা বিশ্বে ১৬০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘ব্রহ্মাস্ত্র’। এখনও পর্যন্ত ৪১০ কোটি টাকার ব্যবসা করেছে ‘ব্রহ্মাস্ত্র’।

[আরও পড়ুন: পথ সুরক্ষার নামে পণ প্রথার প্রচার! তুমুল সমালোচিত অক্ষয় অভিনীত সরকারি বিজ্ঞাপন ]

খবর অনুযায়ী, শুক্রবার ৭৫ কোটির পর শনিবার ৮৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। এর মধ্যে দেশে এই দু’দিনে যথাক্রমে ৩৭ ও ৪২ কোটি টাকার ব্যবসা। বাকিটা এসেছে বিশ্বের অন্যান্য দেশের বক্স অফিস থেকে। ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ছবির এই সাফল্যের কথা শেয়ার করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

এই মুহূর্তে বলিউডকে বয়কট করার দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়। সদ্য মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছে আমিরের ‘লাল সিং চাড্ডা’কে। এহেন পরিস্থিতিতে ৪১০ কোটি টাকা ব্যয় করে একটি ছবি তৈরি যে প্রবল ঝুঁকিপূর্ণ তা বলাই বাহুল্য। কিন্তু শুরুর সাফল্য যে যথেষ্ট আশাপ্রদ তা মানছে ওয়াকিবহাল মহল। কেননা কোনও বিশেষ ছুটির মরশুমে রিলিজ হিসেবে এটা একটা রেকর্ড।

[আরও পড়ুন: ‘ব্রহ্মাস্ত্র’র জন্য পিছোল সিনেমা দিবস! ১৬ সেপ্টেম্বর নয় এই দিনে মিলবে ৭৫ টাকার টিকিট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement