Advertisement
Advertisement

Breaking News

David Warner

আইপিএলে নেই, বিনোদনে আছেন! হায়দরাবাদে ‘পুষ্পা’ স্টাইলে নেচে সিনেমার প্রচার ওয়ার্নারের

তেলুগু সিনেমায় ছোট ভূমিকায় দেখা যাবে অজি ক্রিকেটারকে।

Australian Cricketer David Warner brings 'Pushpa' magic to Telugu debut film event

ডেভিড ওয়ার্নার। ছবি: সোশাল মিডিয়া

Published by: Arpan Das
  • Posted:March 24, 2025 11:57 am
  • Updated:March 24, 2025 11:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে রিলে পুষ্পার তালে পা মিলিয়েছেন। এমনকী ক্রিকেট মাঠেও পুষ্পার মতো হেঁটেছেন। কিন্তু একেবারে সিনেমার তারকাদের সামনে? এবার সেটাও হয়ে গেল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। তিনি যে তেলুগু সিনেমায় অভিনয় করছেন, সেটা তো আগেই জানিয়েছিলেন। এবার তার প্রচারে হাঁটলেন পুষ্পার স্টাইলে।

রবিবার হায়দরাবাদে ‘রবিনহুড’ সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্নার। সিনেমায় আছেন নীতীন ও শ্রীলীলার মতো তারকা। তাঁরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। প্রথমে এই সিনেমার একটি গানের সঙ্গে পা মেলান ওয়ার্নার। তারপর ‘শ্রীবল্লি’ গানের সঙ্গে সেই পরিচিত ‘পুষ্পা’ স্টাইলে নাচ। যা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। এই সিনেমায় একটি ছোট চরিত্রে দেখা যাবে ওয়ার্নারকে।

Advertisement

এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অবশ্য মেজাজ রীতিমতো গোমড়া ছিল অজি তারকার। সোশাল মিডিয়ায় সেই ক্ষোভ উগরেও দিয়েছিলেন তিনি। এয়ার ইন্ডিয়ার যে বিমানে ওয়ার্নার-সহ যাত্রীরা উঠেছিলেন, সেখানে কোনও পাইলটই ছিলেন না। তার ফলে উড়ান ছাড়তে অনেক দেরি হয়। নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এই নিয়ে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “আমরা বিমানে উঠে পড়লাম, তারপর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হল পাইলটের জন্য। আপনারা পাইলটবিহীন উড়ানে কেন যাত্রীদের বসান?” পোস্টে এয়ার ইন্ডিয়াকে ট্যাগও করেন ওয়ার্নার।

অনুষ্ঠানে অবশ্য তিনি হাসিমুখেই ছিলেন। রাজকীয় মেজাজে মঞ্চ মাতালেন। ঘটনাচক্রে আইপিএলে হায়দরাবাদের ম্যাচ ছিল রবিবার। সেখানে দাপট দেখান ঈশান কিষাণরা। তিনি নিজেও সানরাইজার্সেও দীর্ঘদিন খেলেছেন। এবার আইপিএলে তাঁর ব্যাটের জাদু না দেখা গেলেও হায়দবাদের নাচের জাদু দেখালেন ওয়ার্নার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub