Advertisement
Advertisement

Breaking News

Aubrey Plaza

উভকামী অভিনেত্রীর পরিচালক স্বামীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার!

অভিনয়ের পাশাপাশি কমেডিয়ান হিসেবেও সুখ্যাতি রয়েছে এই অভিনেত্রীর।

Aubrey Plaza's husband Jeff Baena reportedly found dead at LA home, Here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:January 5, 2025 12:17 pm
  • Updated:January 5, 2025 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছরের সম্পর্ক। বছর চারেক আগে বিয়ে। কিন্তু নতুন বছরের শুরুতেই অঘটন। লস অ্যাঞ্জেলসের বাড়িতে উদ্ধার অভিনেত্রী অব্রে প্লাজার স্বামী জেফ বেনার দেহ। পেশায় লেখক ও পরিচালক জেফ। অভিযোগ, ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

Aubrey-Plaza-Jeff-Baena

Advertisement

অভিনয়ের পাশাপাশি কমেডিয়ান হিসেবেও সুখ্যাতি রয়েছে অব্রের। প্রযোজনাও করেছেন আমেরিকান তারকা। স্থানীয় থিয়েটারের মাধ্যমে অব্রের অভিনয় সফর শুরু হয়। নিউ ইয়র্ক থেকে পড়াশোনা শেষ করে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। নায়িকার প্রথম সিনেমা ‘মিস্ট্রি টিম’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। তবে এনবিসির সিটকম ‘পার্ক অ্যান্ড রিক্রিয়েশন’-এর মাধ্যমে অব্রে জনপ্রিয়তা পান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Megalopolis (@megalopolisfilm)

অন্যদিকে হলিউডে জেফের যাত্রা শুরু ‘কাস্ট অ্যাওয়ে’, ‘হোয়াট লাইজ বিনিথ’-এর মতো সিনেমার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। চিত্রনাট্যকার হিসেবে জেফ সফর শুরু করেন ২০০৪ সালে। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘লাইফ আফটার বেথ’ মুক্তি পায় ২০১৪ সালে। সেই সিনেমা অব্রে ছিলেন অন্যতম মুখ্য চরিত্র। জেফের পরিচালনায় তৈরি শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘স্পিন মি অ্যারাউন্ড’। আর তা মুক্তি পেয়েছিল ২০২২ সালে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by aubrey plaza (@plazadeaubrey)

নিজেকে উভকামী বলে ঘোষণা করলেও ২০১১ সালে জেফের সঙ্গে সম্পর্কে জড়ান অব্রে। সম্পর্কের দশ বছর পূর্তিতে খুবই ছিমছামভাবে বিয়ে সারেন তাঁরা। গত ৩ জানুয়ারি জেফের দেহ উদ্ধার হয়। শোনা যায়, ঝুলন্ত অবস্থায় ৪৭ বছরের পরিচালকের দেহ দেখতে পেয়েছিলেন তাঁর সহকারী। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও জেফ বেনার রহস্যমৃত্যু নিয়ে এখনও পর্যন্ত মার্কিন পুলিশের পক্ষ থেকে এবিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by aubrey plaza (@plazadeaubrey)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement