Advertisement
Advertisement

Breaking News

Baby John Teaser

‘জওয়ান’-এর পর ‘বেবি জন’, এবার কোন বলি নায়কের উপর বাজি অ্যাটলির? দেখুন ভিডিও

আবারও অ্যাকশনের উপরই ভরসা রাখছেন দাক্ষিণাত্যের সুপারস্টার পরিচালক।

Atlee presents new Action Entertainer Baby John teaser | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 6, 2024 1:27 pm
  • Updated:February 6, 2024 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে বক্স অফিসে সুনামি এনেছিল ‘জওয়ান’। হ্যাঁ, ছবিতে তুরুপের তাস অবশ্যই ছিলেন শাহরুখ খান ছিলেন। তবে নেপথ্যের নায়ক অ্যাটলি। দক্ষিণী পরিচালকের হাতযশেই বলিউড বাদশার বিপুল লক্ষ্মীলাভ (১,১৪৮ কোটি টাকা) হয়েছে। এবার বলিউডের আরেক নায়কের উপর বাজি ধরলেন দাক্ষিণাত্যের সুপারস্টার পরিচালক। তাঁর উপস্থাপনাতেই প্রকাশ্যে এল ‘বেবি জন’-এর টিজার।

Baby-John-1
ছবি: ইনস্টাগ্রাম

এবারও অ্যাকশন ছবিই দর্শকদের উপহার দিতে চলেছেন অ্যাটলি। তবে ছবির পরিচালক তিনি নন, কেবল উপস্থাপক মাত্র। আর প্রযোজনায় অংশীদার তাঁর স্ত্রী প্রিয়া অ্যাটলি। সে যাই হোক। ছবির হিরো কে? চোখ দেখে হয়তো অনেকেই আন্দাজ করে ফেলেছেন। হ্যাঁ, বরুণ ধাওয়ান (Varun Dhawan)। একেবারে মারকাটারি মেজাজেই বলিউডের হ্যান্ডসাম হাঙ্ককে দেখা যাচ্ছে।

Advertisement

Baby-John-Varun

[আরও পড়ুন: অজ্ঞাতবাসে বিরাট-অনুষ্কা! কবে তারকা দম্পতির ঘরে আসবে নতুন অতিথি?]

এক মিনিট পাঁচ সেকেন্ডের টিজারে কথাকলির তাণ্ডব নাচ দেখা যাচ্ছে। তার মধ্যেই আক্রমণাত্মক মেজাজে রয়েছেন বরুণ। বন্দুক দিয়ে সাজানো সিংহাসনে বসতে দেখা যাচ্ছে তাঁকে। অভিনেতার চোখে রয়েছে ক্ষিপ্রতা। বরুণের পাশাপাশি এ ছবিতে দেখা যাবে কীর্তি সুরেশকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওয়ামিকা গাব্বি। এছাড়াও টিজারে জ্যাকি শ্রফ ও রাজপাল যাদবকে ট্যাগ করেছেন অ্যাটলি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Atlee Kumar (@atlee47)

২০২৩ সালে রোম্যান্টিক ড্রামা ‘বাওয়াল’-এ দেখা গিয়েছিল বরুণকে। সে ছবিতে বরুণের বিপরীতে ছিলেন জাহ্নবী কাপুর। তার পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে ক্যামিও চরিত্রে অভিনয় করেন তারকা। তবে ২০২৪ সালে দর্শকদের অ্যাকশনে ভরপুর সিনেমাই উপহার দিতে চলেছেন বরুণ। ৩১ মে সিনেমা হলে মুক্তি পাবে ‘বেবি জন’।

[আরও পড়ুন: বচ্চন পরিবারে অশান্তি! অভিষেকের জন্মদিনে শান্তি কামনা করে কী ইঙ্গিত ঐশ্বর্যর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement