Advertisement
Advertisement

Breaking News

Atif Aslam

অশান্ত বাংলাদেশে পাক গায়ক আতিফ আসলামের কনসার্টে চূড়ান্ত অব্যবস্থাপনা! তুঙ্গে বিতর্ক

ঠিক কী ঘটেছে?

Atif Aslam's Bangladesh concert Magical Night 2.0 sparks controversy
Published by: Sandipta Bhanja
  • Posted:November 30, 2024 5:01 pm
  • Updated:November 30, 2024 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগামছাড়া আকার নিয়েছে বাংলাদেশে। এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনুস সরকার। পরিস্থিতি বাগে আনার পরিবর্তে পদ্মাপারের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘুদের হেনস্তার ঘটনা ঘটছে। এহেন অশান্ত বাংলাদেশেই কনসার্ট করতে গিয়েছিলেন আতিফ আসলাম (Atif Aslam’s Bangladesh concert)। আর পাক গায়কের সেই অনুষ্ঠানেই চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।

শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে আতিফের ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট ছিল। অনুষ্ঠানের উদ্যোক্তা ট্রিপল টাইম কমিশন। আয়োজকদের বিরুদ্ধেই অব্যবস্থাপনার অভিযোগ। জানা গিয়েছে, জনপ্রিয় পাক শিল্পী আতিফ মঞ্চে ওঠার পরই লোডশেডিং হয়ে যায়। শুধু তাই নয়, কারি কারি টাকা দিয়ে টিকিট কিনেও অনেকে স্টেডিয়ামে ঢুকতেই পারেননি। ভেন্যুর প্রবেশপথেও হয়রানির শিকার হতে হয় শ্রোতা-অনুরাগীদের একাংশকে। আতিফ আসলামের ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ, নির্ধারিত আসনসংখ্যার বেশি টিকিট বিক্রি করেছেন তাঁরা। এমনকী এই কনসার্টকে কেন্দ্র করে উত্তরা, মহাখালী-সহ ঢাকার বিভিন্ন প্রান্তে মারাত্মক যানজটের জেরে ভোগান্তির শিকার হতে হয় জনসাধারণকে। এহেন নানা অভিযোগ নিয়ে অনেকেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। সবমিলিয়ে পাকিস্তানি গায়ক আতিফের শো ঘিরে বিতর্ক তুঙ্গে।

Advertisement

‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটেয়, পরিবর্তে একঘণ্টা পরে শুরু হয়। ততক্ষণে দর্শকের দীর্ঘ সারি পৌঁছে যায় বহুদূর। যার জেরে ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয় পুলিশদের। এই কনসার্টের মূল আকর্ষণ স্বাভাবিকভাবেই ছিলেন আতিফ আসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশের তাহসান। এছাড়াও কাকতাল ব্যান্ড এবং পাক গায়ক আবদুল হান্নান গান পরিবেশন করেন। তবে এই সো ঘিরে আরেকটি যে অভিযোগ উঠেছে, সেটি মারাত্মক! জানা গিয়েছে, এই শোয়ের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, উদ্যোক্তারা নাকি তাঁদের ব্যক্তিগত তথ্যও ফাঁস করে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement