Advertisement
Advertisement

Breaking News

atif aslam

গানের মাঝে আতিফ আসলামের মুখে টাকা ছুঁড়লেন ভক্ত, তারপর?

আতিফের ভিডিও ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।

Atif Aslam Pauses Concert Mid-Way As Fans Throw Money At Him| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 27, 2023 8:57 am
  • Updated:October 27, 2023 8:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনটা যে ঘটবে তা আন্দাজও করতে পারেননি জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। তাই প্রথমটায় একটু চমকেই গিয়েছিলেন। তবে কিছুটা নিজেকে সামলে নিয়ে পরিস্থিতি সামাল দিলেন। নাহ, রাগ করেননি আতিফ। বরং মাথা ঠান্ডা রেখে বিষয়টিকে সামলে নিলেন।

কাণ্ডটা হল, সম্প্রতি আমেরিকায় এক কনসার্টে মন দিয়ে গান করছিলেন আতিফ। দর্শকরাও আতিফের গান বেশ উপভোগ করছিলেন। হঠাৎই আতিফের মুখের উপর এসে পড়ে এক গুচ্ছ টাকা। ব্যস, গান থামালেন আতিফ। সঙ্গে সঙ্গে ভক্তের উদ্দেশে গায়ক বললেন, ”বন্ধুরা, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।” আতিফের এই ভিডিও ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ের ৫ বছর পর ফাঁস রাজকীয় বিয়ের ভিডিও, নেপথ্যে করণ জোহর, দেখুন]

আতিফের এমন ব্যবহার দেখে আপ্লুত নেটিজেনরা। অনেকেই শিল্পীর প্রশংসা করে লেখেন, ”আতিফ ভীষণই সৎ মানুষ। কখনই টাকা ছোড়া উচিত নয়, তাতে আপনি যতই ধনী হোন না কেন। এতে শিল্পী ও টাকার অসম্মান।’

[আরও পড়ুন: মাটির মানুষ! স্কুটি চেপেই স্ত্রীকে নিয়ে আজিমগঞ্জে ঠাকুর দেখলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement