Advertisement
Advertisement

Breaking News

Astrologer Janvi Gaur speaks about Aryan Khan's life

‘শনির দশা চলছে শাহরুখ-গৌরীর’, কী রয়েছে আরিয়ানের ভাগ্যে? জানালেন তারকা জ্যোতিষী

আরিয়ানের জামিন নিয়ে কী বললেন তারকা জ্যোতিষী?

Astrologer Janvi Gaur speaks about Aryan Khan's life । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 23, 2021 2:22 pm
  • Updated:October 23, 2021 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী কর্ডেলিয়ার (Cordelia Cruise) মাদক কাণ্ডে আপাতত জেল হেফাজতে শাহরুখপুত্র আরিয়ান খান। একের পর এক শুনানিতে বাতিল তারকাপুত্রের জামিনের আরজি। কী রয়েছে আরিয়ানের কপালে? আদৌ জামিন পাবেন তিনি? সত্যিই কি রাজনীতির শিকার আরিয়ান? ভাগ্যবিচার করলেন বৈদিক জ্যোতিষী এবং ট্যারো কার্ড রিডার জাহ্নবী গৌর।

বিপাশা বসু, করণ সিং গ্রোভার, জ্যাকলিন ফার্নান্ডেজদের মতো তারকাদের আধ্যাত্মিক উপদেশ দেন জাহ্নবী গৌর (Janvi Gaur)। তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। আবার জাহ্নবী এবং কিং খানের রাশিও নাকি এক। প্রিয় অভিনেতার ছেলেই জেলবন্দি। তাই মুম্বইয়ের প্রমোদতরীর মাদক কাণ্ডের আপডেট নিয়ে বিশেষ উৎসাহী জাহ্নবী। তাঁর দাবি, ইন্টারনেটেই রয়েছে ‘বাদশা’র কুষ্ঠি। সেটাই দেখেছেন তিনি। তাঁর মত, শাহরুখ অত্যন্ত ভাল মানুষ। তাঁর কুষ্ঠি খুবই শক্তিশালী। জাহ্নবী মনে করেন, জ্যোতিষশাস্ত্রের দিক দিয়ে বিচার করলে তিন-চার বছর ধরে শাহরুখ এবং গৌরী কঠিন শনির দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। বলিউডের কিং খান হয়তো সেই কর্মফলই পাচ্ছেন বলেই মনে করেন জাহ্নবী।

Advertisement
Astrologer Janvi Gaur
জাহ্নবী গৌর

[আরও পড়ুন: ‘স্বামী’ যশের সঙ্গে কি এবার হানিমুনে নুসরত! কোথায় যাচ্ছেন? ছবি দেখে প্রশ্ন অনুরাগীদের]

আরিয়ানের (Aryan Khan) গ্রেপ্তারি প্রসঙ্গেও উত্তর দেন জাহ্নবী। তিনি বলেন, “অনুরোধ ছাড়া কারও ট্যারো কার্ড আমি পড়ি না। শাহরুখের তরফে কোনও প্রস্তাব আসেনি। তাই ট্যারো কার্ড পড়িনি। তবে আরিয়ান OX বছরে জন্মেছে। আরিয়ানের জীবনে ব্যাপক পরিবর্তন আসবেই।”

মুম্বইয়ের আর্থার রোড জেলেই রয়েছেন আরিয়ান। এনসিবি (NCB) আধিকারিকরা দফায় দফায় জেরা করছেন তাঁকে। কথোপকথনের ফাঁকে আরিয়ান এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে বদলে যাওয়ার কথা বলেছিলেন। জেলবন্দি জীবন থেকে মুক্তি মিললে তিনি দুস্থ মানুষদের জন্য কাজ করবেন বলেও জানান। তাঁর কাজের জন্য একদিন সমীর ওয়াংখেড়েও গর্ববোধ করবেন বলেই দাবি শাহরুখপুত্রের। জাহ্নবীও মনে করেন আরিয়ানের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। ঠিক কী পরিবর্তন হতে চলেছে তারকাপুত্রের জীবনে, সেদিকেই নজর সকলের।

[আরও পড়ুন: ফের দর্শকের দরবারে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, পরিচালনায় আদিত্য চোপড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement