তপন বকসি, মুম্বই: মহারাষ্ট্রের ২৮৮টি কেন্দ্রে বিধানসভা ভোট শুরু হতেই ভোটারদের দেখা গেল ভোটগ্রহণ কেন্দ্রে। ভোট যেহেতু মুম্বইয়ে, তাই স্বভাবতই বলিউড সেলেবরা কে কোথায় ভোট দিতে যাচ্ছেন, তা নিয়ে সংবাদমাধ্যম সতর্ক থেকেছে প্রতিবারের মত।
বেশ সকাল সকাল ভোট দিতে এসেছিলেন সস্ত্রীক আমির খান। স্ত্রী কিরণ রাওকে নিয়ে। হলুদ টি-শার্ট পরা কিরণকে নিয়ে আমির মাথায় আকাশী নীল টুপি পরে ভোট দিলেন বান্দ্রায়। লারা দত্ত এসেছিলেন বর মহেশ ভূপতির সঙ্গে। বান্দ্রাতেই। ভোটের পর ফোটোগ্রাফারদের সামনে পোজ দিতেও দেখা গেল মহেশ আর লারাকে। ভোট দিলেন মাধুরী দীক্ষিত। স্ত্রী জেনেলিয়া ডিসুজাকে নিয়ে রীতেশ দেশমুখও ভোট দিলেন। অন্যান্য বলিউড সেলেবদের মধ্যে দেখা গেল পদ্মিনী কোলাপুরে, রবি কিষেণ, শুভা খোটেদের। পদ্মিনী ভক্তদের উদ্দেশ্যে বললেন, “সবাই ভোট দিন। দেশের ভালোর জন্য সবাইকে ভোটের তাৎপর্য বুঝতে হবে। আমার ফ্লাইট ধরার আছে। তাই সকাল সাতটার আধঘন্টা আগেই আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি।”
মুম্বই শহরে মোট ১ হাজার ৫৩৭টি জায়গায় ভোট হচ্ছে। ভোটকেন্দ্রের সংখ্যা ৯ হাজার ৮৯৪টি। মহারাষ্ট্রে মোট ২৮৮ কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্র রয়েছে বাণিজ্যনগরীতে। এই ৩৬টি কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ৩৩৪ জন। মুম্বইয়ে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ৯৭ লক্ষ ৭২ হাজার। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। শেষ হবে সন্ধে ৬টায়। ভোট গণনা হবে ২৪ অক্টোবর।
Cast your vote !!! pic.twitter.com/5e1x7zJZO2
— John Abraham (@TheJohnAbraham) October 21, 2019
View this post on InstagramWe have voted in #Latur…. I urge every voter to go out & vote. #maharashtra #elections
View this post on InstagramMumbai come out and exercise your right to vote!! #voteresponsibily #sustainabledevelopment
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.