Advertisement
Advertisement

Breaking News

ভোট

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: ভোট দিলেন একাধিক বলিউড তারকা

দেখুন তারকাদের ভোট দেওয়ার ছবি।

Assembly Elections 2019: Celebrities turned up to vote in Mumbai
Published by: Bishakha Pal
  • Posted:October 21, 2019 1:50 pm
  • Updated:October 21, 2019 1:51 pm  

তপন বকসি, মুম্বই: মহারাষ্ট্রের ২৮৮টি কেন্দ্রে বিধানসভা ভোট শুরু হতেই ভোটারদের দেখা গেল ভোটগ্রহণ কেন্দ্রে। ভোট যেহেতু মুম্বইয়ে, তাই স্বভাবতই বলিউড সেলেবরা কে কোথায় ভোট দিতে যাচ্ছেন, তা নিয়ে সংবাদমাধ্যম সতর্ক থেকেছে প্রতিবারের মত।

বেশ সকাল সকাল ভোট দিতে এসেছিলেন সস্ত্রীক আমির খান। স্ত্রী কিরণ রাওকে নিয়ে। হলুদ টি-শার্ট পরা কিরণকে নিয়ে আমির মাথায় আকাশী নীল টুপি পরে ভোট দিলেন বান্দ্রায়। লারা দত্ত এসেছিলেন বর মহেশ ভূপতির সঙ্গে। বান্দ্রাতেই। ভোটের পর ফোটোগ্রাফারদের সামনে পোজ দিতেও দেখা গেল মহেশ আর লারাকে। ভোট দিলেন মাধুরী দীক্ষিত। স্ত্রী জেনেলিয়া ডিসুজাকে নিয়ে রীতেশ দেশমুখও ভোট দিলেন। অন্যান্য বলিউড সেলেবদের মধ্যে দেখা গেল পদ্মিনী কোলাপুরে, রবি কিষেণ, শুভা খোটেদের। পদ্মিনী ভক্তদের উদ্দেশ্যে বললেন, “সবাই ভোট দিন। দেশের ভালোর জন্য সবাইকে ভোটের তাৎপর্য বুঝতে হবে। আমার ফ্লাইট ধরার আছে। তাই সকাল সাতটার আধঘন্টা আগেই আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি।”

Advertisement

[ আরও পড়ুন: ‘৯০ বছর ধরেই আক্রমণের শিকার আরএসএস’, অভিযোগ মোহন ভাগবতের ]

মুম্বই শহরে মোট ১ হাজার ৫৩৭টি জায়গায় ভোট হচ্ছে। ভোটকেন্দ্রের সংখ্যা ৯ হাজার ৮৯৪টি। মহারাষ্ট্রে মোট ২৮৮ কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্র রয়েছে বাণিজ্যনগরীতে। এই ৩৬টি কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ৩৩৪ জন। মুম্বইয়ে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ৯৭ লক্ষ ৭২ হাজার। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। শেষ হবে সন্ধে ৬টায়। ভোট গণনা হবে ২৪ অক্টোবর।

[ আরও পড়ুন: ‘আলোচনায় রাজি, চেঁচামেচিতে নেই’, একান্ত সাক্ষাৎকারে নোবেলজয়ী অভিজিৎ ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

We have voted in #Latur…. I urge every voter to go out & vote. #maharashtra #elections

A post shared by Riteish Deshmukh (@riteishd) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Mumbai come out and exercise your right to vote!! #voteresponsibily #sustainabledevelopment

A post shared by Lara Dutta Bhupathi (@larabhupathi) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

@diamirzaofficial #diamirza today to cast the Vote . #voting #castyourvote #paparazzi #yogenshah @yogenshah_s

A post shared by yogen shah (@yogenshah_s) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement