Advertisement
Advertisement

Breaking News

Himanta about Shah Rukh

এক ফোনেই ভোলবদল! শাহরুখের ‘পাঠান’ নিয়ে সুর নরম হিমন্ত বিশ্বশর্মার, কী বললেন?

কে শাহরুখ? শনিবার এ প্রশ্নই করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী।

Assam CM Himanta Biswa Sarma said he has spoken to megastar Shah Rukh Khan | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 22, 2023 2:24 pm
  • Updated:January 22, 2023 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ফোনেই ভোল বদল। কে শাহরুখ খান (Shah Rukh Khan)? শনিবার এই প্রশ্ন করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। রবিবারই শাহরুখের এক ফোনে তাঁর বক্তব্য বদলে গেল। টুইট করে অসমে ‘পাঠান’ (Pathaan) সিনেমার মুক্তি নিয়ে নিরাপদ ব্যবস্থা করার আশ্বাস দিলেন তিনি।

Who is Shah Rukh Khan, asks Assam CM Himanta Biswa amid protest against Pathaan| Sangbad Pratidin

Advertisement

শাহরুখের ‘পাঠান’ ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। দেশের নানা কোণায় এই ছবি নিয়ে প্রতিবাদ তুঙ্গে। সম্প্রতি বজরং দলের সদস্যরা পাঠান ছবির প্রর্দশন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে চড়াও হয়। রীতিমতো ধুন্ধুমার শুরু হয়। তাঁদের দাবি কিছুতেই দেখানো যাবে না শাহরুখের পাঠান। এই ঘটনা প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে মঙ্গলবার হিমন্ত বিশ্বশর্মা জানান, ”খান তো আমাকে ফোন করেননি। তাঁর সঙ্গে কোনও সমস্যা নিয়ে কথাও হয়নি। যদি তিনি কিছু জানান, তাহলে অবশ্য়ই বিষয়টা নিয়ে ভাবা হবে। অথবা আইন-শৃঙ্খলা লঙ্ঘন হলে অবশ্যই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে।”

[আরও পড়ুন: ‘জ্যাকলিনকে হিংসা করত নোরা, চেয়েছিল ওকে ছেড়ে দিই’, বিস্ফোরক ঠগবাজ সুকেশ]

রবিবার সকাল সোয়া দশটা নাগাদ আবার অসমের মুখ্যমন্ত্রী তাঁর ‘অচেনা’ শাহরুখ খানকেই ট্যাগ করেই টুইটারে লেখেন, “বলিউড অভিনেতা শ্রী শাহরুখ খান আমায় ফোন করেছিলেন এবং আমরা আজ ভোররাত দু’টো নাগাদ কথা বলেছি। তিনি গুয়াহাটির ঘটনা নিয়ে চিন্তা জাহির করেছেন। আমি তাঁকে আশ্বস্ত করেছি যে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব। আমরা বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং এমন ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”

Himanta-Biswa-Sarma-tweet

২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। কিছুদিন আগে বজরং দল হুমকি দিয়েছিল ছবিটি গুজরাটে রিলিজ করতে দেওয়া হবে না। পরে গুয়াহাটির ঘটনা ঘটে। তার অনেক আগে থেকেই আবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। যাতে গা ভাসাতে দেখা গিয়েছে রাম কদম, নরোত্তম মিশ্রর মতো সর্বভারতীয় বিজেপি নেতাদেরও। এহেন পরিস্থিতিতে দলীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদির (PM Modi) পরামর্শ, ফিল্ম নিয়ে অযথা অপ্রয়োজনীয় মন্তব্য না করার। কোনও বিশেষ ছবির নাম না করলেও, বর্তমান পরিস্থিতিতে শাহরুখ-দীপিকার ‘পাঠান’ প্রসঙ্গেই যে মোদির এহেন পরামর্শ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: ‘দুরত্ব বজায় রাখি, উনি একজন বিষাক্ত মানুষ!’ অনুরাগ কাশ্যপকে কটাক্ষ অভয় দেওলের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement