Advertisement
Advertisement

রিয়েলের পর রিল লাইফেও সংঘাতে কঙ্গনা-হৃতিক!

কী বলছেন সেলুলয়েডের লক্ষ্মীবাঈ?

Ashutosh Gowariker allges plagiarism in Manikarnika
Published by: Sayani Sen
  • Posted:January 21, 2019 5:01 pm
  • Updated:January 21, 2019 5:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়েল লাইফে কঙ্গনা-হৃতিকের অশান্তির শেষ নেই৷ এবার রিল লাইফেও সংঘাতে জড়ালেন দু’জনে৷ আর তার জেরেই আরও একবার বিতর্কে জড়াল ‘মর্ণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’৷ আগেই কঙ্গনার এই ছবির বিরুদ্ধে ইতিহাস বিকৃত করার অভিযোগ উঠেছিল৷ সেলুলয়েডের লক্ষ্মীবাঈয়ের বিরুদ্ধে এবার উঠল সংলাপ নকল করার অভিযোগও৷ পরিচালক আশুতোষ গোয়ারিকরের দাবি, ‘মহেঞ্জোদারো’ ছবির সংলাপের সঙ্গে মিল রয়েছে এই ছবির৷ যদিও কঙ্গনা পরিচালকের দাবি মানতে নারাজ৷ ছবি না দেখে কারও মন্তব্য করা উচিত নয় বলেই পালটা তোপ তাঁর৷ 

[ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ]

কঙ্গনার ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির ট্রেলারের শেষের একটি সংলাপ নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ সংলাপটি হল, ‘‘ঝাঁসি আপ ভি চাহাতে হ্যায় অর ম্যায় ভি৷ ফার্ক সির্ফ ইতনা হ্যায় কি আপকো রাজ কারনা হ্যায় অর মুঝে আপনো কি সেবা৷’’ পরিচালক আশুতোষ গোয়ারিকরের দাবি ‘মহেঞ্জোদারো’ ছবিতেও নাকি একইরকম একটি সংলাপ ব্যবহার করা হয়েছিল৷ ওই ছবিতে হৃতিক বলেছিলেন, ‘‘অন্তর হ্যায়, মাহাম৷ তুঝে মহেঞ্জোদারো পে রাজ করনা হ্যায় অর মুঝে সেবা৷’’ দু’টি ছবির সংলাপে মিল রয়েছে বলেই দাবি আশুতোষ গোয়ারিকরের৷ হৃতিক-কঙ্গনার সম্পর্কের টানাপোড়েন নতুন নয়৷ বি-টাউনে এ নিয়ে গুঞ্জন কম হয়নি৷ আবার নতুন করে সেই অশান্তির আঁচেই পরিচালক আশুতোষ গোয়ারিকর ঘি ঢাললেন বলেই বলিমহলে চলছে জোর আলোচনা৷

Advertisement

[‘মণিকর্ণিকা’ মুক্তি পেলেই হেনস্তা করা হবে কঙ্গনাকে, হুঁশিয়ারি কর্ণি সেনার]

হৃতিকের সঙ্গে তুলনা মোটেও ভাল চোখে দেখছেন না কঙ্গনা৷ তিনি বলেন, ‘‘ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’৷ ওই ছবির সঙ্গে ‘মহেঞ্জোদারো’-র কোনও মিল থাকতেই পারে না৷ যে বা যাঁরা বলছেন, এই ছবির সঙ্গে ‘মহেঞ্জোদারো’-র মিল রয়েছে, তাঁরা কি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ দেখেছেন? কোনও ছবি না দেখে মন্তব্য করা ঠিক নয়৷’’ সেলুলয়েডে লক্ষ্মীবাঈয়ের কাহিনি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি৷ তার ঠিক কয়েকমাস পরেই মুক্তি পাবে হৃতিকের ‘সুপার ৩০’৷ কঙ্গনা নাকি হৃতিক কার ছবি বক্স অফিস কাঁপায়, সেটাই এখন দেখার৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement