Advertisement
Advertisement

Breaking News

Ashish Vidyarthi

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে আশিস বিদ্যার্থীর, কলকাতায় এসে গোপনে কার গলায় দিলেন মালা?

এর আগে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়েকে বিয়ে করেছিলেন আশিস।

Ashish Vidyarthi marries Kolkata fashion entrepreneur| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 25, 2023 4:22 pm
  • Updated:May 25, 2023 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্য়ার্থী। বৃহস্পতিবার কলকাতার এক ক্লাবে ছিমছাম অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে ব্য়বসায়ী রুপালি বড়ুয়ার গলায় মালা দিলেন আশিস। তবে সাত পাকে বাঁধা নয়, বরং রুপালি ও আশিস সই সাবুদের বিয়ের মধ্য়ে দিয়েই নতুন জীবন শুরু করলেন। আশিসের এই বিয়েতে হাজির ছিলেন তাঁর বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়রা।

৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করে আশিস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করাটা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনি বিয়ে করেছি। সন্ধে নাগাদ বন্ধুবান্ধবের সঙ্গে পার্টিতে মেতে উঠব।”

Advertisement

[আরও পড়ুন: শার্টলেস রণবীরকে দেখে হতবাক আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র]

রুপালির একটি ফ্যাশন স্টোর রয়েছে কলকাতায়। এমনিতে তিনি অসমের মেয়ে। রুপালি জানিয়েছেন, ”বহু আগে থেকেই আশিসকে চিনি। বন্ধুত্ব থেকেই শুরু। পরে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিই। খুবই ভাল মনের মানুষ আশিস।”

এর আগে আশিস বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়ার সঙ্গে বিয়ে করেছিলেন অভিনেতা।

সিনেমার পর্দা থেকে অনেকটা দূরে এখন আশিস বিদ্য়ার্থী। তবে কলকাতায় এসে রাস্তায় ঘুরে ঘুরে তাঁর ফুড ব্লগ কিন্তু দারুণ জনপ্রিয় সোশ্য়াল মিডিয়ায়।

[আরও পড়ুন: ‘বাপ রে বাপ..’ ১৭০ কোটির সম্পত্তি? মাথা ঘুরে যাবে মনোজ বাজপেয়ীর কথায়!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement