Advertisement
Advertisement

Breaking News

সংকটে অর্চনার কেরিয়ার! পাঞ্জাবে সিধুর হারের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু রসিকতা

এর আগেও সিধু ও অর্চনাকে নিয়ে শুরু হয়েছিল শোরগোল।

As Sidhu loses in Punjab, here is why Archana Puran Singh is trending on Twitter | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 10, 2022 6:29 pm
  • Updated:March 10, 2022 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব বিধানসভা নির্বাচনে পরাজিত নভজ্যোৎ সিং সিধু। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অর্চনা পূরণ সিং (Archana Puran Singh)! সিধুর সঙ্গে নাম জড়িয়ে এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছিলেন অর্চনা পূরণ সিং। এবার আবারও হলেন। সিধু ও অর্চনার মধ্যে যোগসূত্র হল একটাই। আর তা হল কপিল শর্মার কমেডি শো।

ব্যাপারটা একটু খুলে বলা যাক। এক সময়ে কপিল শর্মার শোয়ে সিংহাসন আলো করে বসে থাকতেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)। তাঁর রসিকতা পছন্দ করতেন দর্শকরা। হাসির ফোয়ারা উঠত। কিন্তু হঠাৎ রাজনীতিতে পা দেওয়ায় কপিল শর্মার শো থেকে সরে দাঁড়াতে হয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সিধুকে। তাঁর জায়গাতেই আসেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং। সিধুর জায়গায় এসে শো বেশ ভালই সামলে নিয়েছেন অর্চনা। তবে বৃহস্পতিবার পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সিধুর পরাজয়ের পর ফের নেটিজেনরা টেনে আনলেন অর্চনা পূরণ সিং ও সিধুকে। সোশ্যাল মিডিয়ায় নানা মিম শেয়ার করে নেটিজেনরা শোরগোল তুলেছেন। লিখেছেন, এবার অর্চনার গদি গেল! কারণ, সিধু এবার ফিরে আসবেন কপিলের শোয়ে।

Advertisement

[আরও পড়ুন: ফের বিয়ে! প্রেমিকা সাবার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক রোশন? ]

তবে এ ঘটনা প্রথম নয়, এর আগে সিধু পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করায় একই ভাবে অর্চনাকে নিয়ে ট্রোলিং শুরু হয়েছিল। কথায় বলে ইতিহাসেরই পুনরাবৃত্তি হয়। আবার সিধু ও অর্চনাকে নিয়ে জোর চর্চা শুরু হল সোশ্যাল মিডিয়ায়। 

[আরও পড়ুন: ছবি এঁকে মাদার টেরিজাকে শ্রদ্ধা সলমনের, মুম্বইয়ে শুরু অভিনেতার চিত্রপ্রদর্শনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement