Advertisement
Advertisement

Breaking News

Aryan Khan

অবশেষে স্বস্তি, মাদক মামলায় জামিনে ছাড়া পেয়ে মন্নতে ফিরলেন শাহরুখপুত্র আরিয়ান

ছেলেকে আনতে আর্থার রোড জেলে যান শাহরুখ নিজে।

Aryan Khan returuns home after 28 days of being kept into Arthur Road Jail
Published by: Sucheta Sengupta
  • Posted:October 30, 2021 11:05 am
  • Updated:October 30, 2021 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেয়েও নথিপত্রের জটিলতায় ২ রাত্রি কারাবাস করতে হয়েছে। তবে সপ্তাহান্তে সেই জট কেটে গেল। শনিবার সকাল সকালই মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে বেরিয়ে এলেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। মাদক মামলায় টানা ২৮ দিন জেলবন্দি থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন বলিউড বাদশার ছেলে। দিওয়ালির আগে খুশির হাওয়া মন্নতে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন শাহরুখ, গৌরী, সুহানারা। তবে আরিয়ানকে আদালতের ১৪ দফা শর্ত মেনে চলতে হবে। 

গত ৩ তারিখ মুম্বইয়ের কর্ডেলিয়া ক্রুজ থেকে আরিয়ান-সহ কয়েকজনকে গ্রেপ্তার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা।  দীর্ঘ চেষ্টার পর  বৃহস্পতিবার অর্থাৎ ২৮ অক্টোবর মাদক মামলায় মুম্বই হাই কোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু আদালতের রায়ের কপি জেল কর্তৃপক্ষের হাতে এসে না পৌঁছনোয় ওইদিন আরিয়ানকে আর্থার রোডের জেলেই রাত কাটাতে হয়েছে। কথা ছিল, শুক্রবার সমস্ত কাগজপত্রে সইসাবুদের পালা শেষ করে ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন কিং খান। ১ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে আরিয়ান জামিন পেয়েছেন। শুক্রবার তাঁর জামিনের কপিতে সই করেন শাহরুখের দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla)। শেষপর্যন্ত আরিয়ান ন্যায়বিচার পাচ্ছেন, এনিয়ে সরবও হন জুহি। কিন্তু শুক্রবারও সময়মতো জামিনের কাগজপত্র এসে না পৌঁছনোয় বাড়ি ফেরা হয়নি আরিয়ানের।

[আরও পড়ুন: আরিয়ানের ঘটনা কী শেখাল? অভিভাবক হিসেবে উত্তর দিলেন ঋতুপর্ণা-শ্রাবন্তী-শান্তিলাল

এবার অবশ্য সব জট কাটল। কর্ডেলিয়া ক্রুজে মাদক নিয়ে রেভ পার্টি করার অভিযোগে প্রায় ২৮ দিন কারাগারের ভিতরে কাটিয়ে অবশেষে মুক্তি। মন্নতে ফিরলেন শাহরুখপুত্র (Shah Rukh Khan)আরিয়ান খান। এদিন আরিয়ানকে কারামুক্ত করতে অবশ্য শনিবার ভোর থেকে আর্থার রোড জেলে তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। ভোরবেলাতেই জেলকর্মীরা বেলবক্স খুলে সমস্ত কাগজপত্র তৈরি রেখেছিলেন।

এরপর সকাল ১১টা নাগাদ জেল আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত প্রক্রিয়া মিটিয়ে তবে ছাড়া পান আরিয়ান। এদিকে, মন্নতেও সকাল থেকে ছেলেকে ফেরানোর তোড়জোড় শুরু হয়। ৩টি এসইউভি পাঠানো হয় আর্থার রোড জেলে। শাহরুখ নিজেও যান ছেলেকে আনতে। সাদা রেঞ্জ রোভার গাড়িতে ছেলেকে পাশে বসিয়ে জেল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন বাদশা। 

[আরও পড়ুন: নতুন ছবিতে চমক এনা সাহার, এবার বিপরীতে হলিউড অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement