Advertisement
Advertisement
Arunima Ghosh

পিতৃহারা হলেন অরুণিমা ঘোষ, সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেত্রী

বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন অরুণিমার বাবা।

Arunima Ghosh's Father expired| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 27, 2024 1:45 pm
  • Updated:January 27, 2024 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী অরুণিমা ঘোষের কাছে তাঁর বাবাই ছিলেন ‘ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড’। জীবনের সেই প্রিয় বন্ধুকেই চিরকালের মতো হারালেন অরুণিমা। শুক্রবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী অরুণিমা ঘোষের বাবা। তিনি পেশায় ছিলেন ডাক্তার।

বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন অরুণিমার বাবা। ছিলেন ভেন্টিলেশনেও। জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঝরাত থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘জয় হিন্দ, চলুন ভারতকে আরও এগিয়ে নিয়ে যাই’, তেরঙ্গা হাতে আর্জি ‘জওয়ান’ শাহরুখের]

বাবার খুবই আদরের মেয়ে ছিলেন অরুণিমা। তবে জীবনে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় বাবার পরামর্শকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন অরুণিমা। জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে সামলাতে হচ্ছে মাকে।

সিনেমার পর্দায় খুবই কম দেখা যায় তাঁকে। এমনকী, টলিউডের পার্টিতে খুব একটা হাজিরা দেন না নায়িকা। ২০২৩-এর শুরুতে অরিন্দম শীল পরিচালিত ‘মায়াকুমারী’ ছবিতে ছিলেন তিনি। বছরের মাঝামাঝি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘কীর্তন’ ছবিতে তাঁকে দেখা যায়।

[আরও পড়ুন: কলকাতার চেয়ে বাংলাদেশের মানুষ আমাকে বেশি ভালোবাসে: স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement