Advertisement
Advertisement
Ranbir Kapoor's Ramayana

ভোটযুদ্ধের মাঝেই রণবীরের ‘রামায়ণ’-এর শুটিংয়ে অরুণ গোভিল, ফাঁস ছবি! কোন দিক সামলাচ্ছেন?

বড় চমক! রয়েছেন লারা দত্তও। কে কোন চরিত্রে? দেখুন ছবি।

Arun Govil, Lara Dutta spotted on Ranbir Kapoor's Ramayana sets, to play key role
Published by: Sandipta Bhanja
  • Posted:April 5, 2024 11:34 am
  • Updated:April 5, 2024 11:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ভোটযুদ্ধ, আরেকদিকে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর (Ranbir Kapoor’s Ramayana) শুটিংয়ে ব্যস্ত বিজেপি প্রার্থী অরুণ গোভিল (Arun Govil)। চব্বিশের লোকসভা ভোটে ‘রামরাজ্য’ থেকেই নির্বাচনী লড়াই লড়বেন টেলিপর্দার ‘রাম’। জয় শ্রীরাম ধ্বনিতে ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছেন অরুণ। বিজেপি যেখানে ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুড়েছে যে, উত্তরপ্রদেশে ৮০টি আসনই তাঁদের হবে। সেখানে মীরট থেকে অরুণের লড়াই খুব একটা কঠিন হবে বলে মনে করছে না রাজনৈতিকমহল। আর এই ভোটযুদ্ধের মাঝেই আরও বড় চমক মিলল।

নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অরুণ। টেলিপর্দার রামকে এবার সিনেপর্দায় কোন ভূমিকায় দেখা যাবে, সেই বিষয়ে কৌতূহল অস্বাভাবিক নয়। বৃহস্পতিবার সেট থেকে ছবি ফাঁস হতেই ঝুলি থেকে বেরিয়ে পডল বিড়াল! ‘রামায়ণ’-এর সেটে পরিচালক নীতিশের ফ্রেমে হাসিমুখে শট দিতে দেখা গেল মীরটের বিজেপি প্রার্থীকে। পরনে রাজার বেশভূষা। সেটে শশব্যস্ত অরুণ। কোনও চরিত্রে?

Advertisement

সেট থেকে ফাঁস হওয়া ছবি দেখেই বোঝা গেল যে, রাজা দশরথের ভূমিকায় অভিনয় করছেন তিনি। রাম রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে। সূত্রও সেই খবরে সিলমোহর বসিয়েছে। দেখা গেল, পর্দার দুই পুত্র সন্তান রাম-লক্ষ্ণণকে নিয়ে শট দিচ্ছেন অরুণ গোভিল। এর আগে শোনা গিয়েছিল, দশরথের ভূমিকায় আমিতাভ বচ্চনকে দেখা যাবে। যদিও সেটা পূর্ণবয়স্ক রামের বাবার ভূমিকার কথা শোনা গিয়েছিল। তবে চমক এখানেই শেষ নয়!

[আরও পড়ুন: ‘একজন বয়স্ক মহিলাকেও ছাড়ল না!’, দলের ‘অগ্রজ’ হেমার হয়ে কংগ্রেসকে কটাক্ষ কঙ্গনার]

‘রামায়ণ’-এর সেটে কৈকেয়ীর ভূমিকায় দেখা গেল লারা দত্তকে (Lara Dutta)। সেটে যাওয়ার সময়েই রানির বেশভূষায় অভিনেত্রীর লুক ফাঁস হয়। মন্থরার ভূমিকায় দেখা গেল শিবা চাড্ডাকে। সেটে নীতিশ তিওয়ারিকে পাওয়ার পর আর বুঝতে বাকি রইল না যে, রণবীরের ‘রামায়ণ’ যে বড় পরিসরে শুট হচ্ছে। ওদিকে মঙ্গলবারই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন অরুণ গোভিল। তাঁর হয়ে মীরটে ভোটপ্রচার করতে দেখা যাবে খোদ লক্ষ্মণ এবং সীতাকে। দীপিকা চিখলিয়া এবং সুনীল লহরী নিজেরাই সায় দিয়েছেন সেই খবরে।

[আরও পড়ুন: ‘বিজেপির আমাকে কেনার ক্ষমতা নেই’, ভোটের মুখে বিস্ফোরক প্রকাশ রাজ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement