সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বনাম শিব সেনার (Shiv Sena) লড়াই নিয়ে আলোচনা-পর্যালোচনা করতে। তার বদলে নিজেই ট্রোলের বিষয়বস্তু হয়ে গেলেন অভিনেত্রী আরশি খান (Arshi Khan)। POK-র পুরো অর্থ বলতে পারলেন না প্রাক্তন বিগ বস (Bigg Boss) প্রতিযোগী।
কেরিয়ারে এখনও পর্যন্ত দু’টি সিনেমায় অভিনয় করেছেন আরশি খান। একটি তামিল আরেকটি হিন্দি সিনেমা। সলমন খানের (Salman Khan ) সঞ্চালনায় বিগ বস ১১-এ অংশ নিয়েছিলেন। তারপর থেকে টেলিভিশন শো ও সিরিয়ালে অভিনয় করেন। কঙ্গনা রানাউতের ‘পাক অধিকৃত কাশ্মীর’ মন্তব্য নিয়ে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আরশি খান। সেখানে বিজেপির (BJP) মুখপাত্র সম্বিত পাত্রর (Sambit Patra) সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পাক অধিকৃত কাশ্মীরকে বারবার পাকিস্তান কেন বলছেন? সেই উত্তর জানতে চান সম্বিত পাত্র। তার জেরেই তিনি POK-র পুরো অর্থ অভিনেত্রীর কাছে জানতে চান। প্রশ্নের উত্তর না দিতে পেরে প্রথমে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আরশি খান। পরে জানান, তিনি সম্বিতের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন। উত্তর দেবেন না। সম্বিত পাত্র তখন তাঁকে গুগলে (Google) POK-র অর্থ খোঁজার পরামর্শ দেন।
এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড অভিনেত্রী। কেউ ‘নায়ক’ সিনেমার অমরীশ পুরীর (Amrish Puri) ছবি শেয়ার করে মশকরা করেছেন, কেউ আবার ‘রামায়ণ’ ধারাবাহিকের রাবণের ছবি শেয়ার করেছেন। এক সময় কংগ্রেস (Congress) দলের সদস্য ছিলেন আরশি খান। তার জেরে অনেকে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) নাম উল্লেখ করেও কটাক্ষ করেছেন।
After asking full form of POK from #ArshiKhan
Sambit Patra be like : pic.twitter.com/ZCbeWzWOBD
— Deep Shah (@DeepSha58527507) September 15, 2020
Naakane Vatsa will now say
Pakistan was also part of India.She has not studied recent History as Modi’ji and RSS has modified the history Textbooks.
Jai Pakistan
Jai Congress
Jai Italian Amma!#congress #Pakistan #ArshiKhan #Antonia pic.twitter.com/2eUYYiJsx6— Urban Chanakya (@Urban_Chanakya) September 15, 2020
#ArshiKhan
After listening full form of POK from arshi khan.
All indians to arshi khan be like pic.twitter.com/rLOjOi23t2— (@TheVinaySpeaks) September 15, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.