সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক পঁচিশ বছর আগে সঞ্চালিকা ও অভিনেত্রী মারিয়া গোরেত্তিকাকে বিয়ে করেন বলিউড অভিনেতা আরসাদ ওয়ারসি। আরসাদ-মারিয়ার রয়েছে দুই সন্তান জেকে ও জেনে। হঠাৎ প্রথম বিয়ের পঁচিশ বছর হতেই ফের বিয়ে করলেন আরসাদ! হ্যাঁ, এমনই কাণ্ড ঘটিয়েছেন বলিউডের সার্কিট!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। ১৯৯৯ সালে ১৪ ফেব্রুয়ারি মারিয়ার সঙ্গে খ্রিস্টান মতে বিয়ে করেন আরসাদ। এদিনই মুসলিম রীতি মেনে তাঁদের নিকাহও হয়। তবে সে সময় তাঁদের বিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় লিপিবদ্ধ হয়নি। বিয়ের ২৫ বছর হতেই টনক নড়ল মারিয়া ও আরসাদের। আর তাই তো গত ২৩ শে জানুয়ারি মুম্বইয়ের এক আদালতে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে সারেন মারিয়া ও আরসাদ।
View this post on Instagram
আইনি বিয়ে সেরে সংবাদমাধ্যমকে আরসাদ জানান, ”আইনের স্বার্থেই এই বিয়েটা করতে হল। কেননা, এর ফলে বিষয়-সম্পত্তির ব্যাপারে এই বিষয়টা জরুরি। তাছাড়া মৃত্যুর পরের প্রশ্নটাও চলে আসে। তাই ২৫ বছর পর এখন আমরা আইনত স্বামী-স্ত্রী। যদিও আমার মনে হয়, যেকোনও সম্পর্কে যদি তুমি কারও প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকো তো তার চেয়ে বড় আর কিছু হয় না।”
এই মুহূর্তে ‘ওয়েলকাম টু জঙ্গল’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন আরসাদ। এই ছবিতে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, জ্যাকলিন ফার্নান্ডিজ, দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.