Advertisement
Advertisement

Breaking News

Asur 2 Trailer

প্রযুক্তিকে হাতিয়ার করে মহাযুদ্ধ, জয় পাবেন আরশাদ ওয়ারসি? দেখুন ‘অসুর ২’-র ট্রেলার

আবারও শুরু হার-জিতের খেলা।

Arshad Warsi, Barun Sobti starrer Asur 2 Trailer is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 27, 2023 2:26 pm
  • Updated:May 27, 2023 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনঞ্জয় রাজপুত (ডিজে) হয়ে ওয়েব দুনিয়ায় ফিরছেন আরশাদ ওয়ারসি (Arshad Warsi)। সঙ্গে থাকছে নিখিল নায়ার (বরুণ সোবতি)। সিরিয়াল কিলার ‘অসুর’কে ধরতে মরিয়া দু’জন। এবার মহাযুদ্ধের দামামা বেজেছে।

Asur-2-1

Advertisement

২০২০ সালের মার্চ মাসে ‘ভুট’ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পায় মাইথোলজিক্যাল ক্রাইম থ্রিলার ‘অসুর’। তাতে শুভ ধনঞ্জয় ওরফে ডিজেকে জানিয়েছিল, তার কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে। পুরনো কাহিনির রেশ ধরেই প্রকাশিত ‘অসুর ২’-র (Asur 2) ট্রেলার। নতুন গল্পে প্রযুক্তিকে হাতিয়ার করে যুদ্ধ শুরু হয়েছে। তারই মোকাবিলা করতে দেখা যাচ্ছে ধনঞ্জয় এবং নিখিলকে। কিন্তু হার-জিতের এই খেলায় নিজেরাও নানাভাবে বিদ্ধ হচ্ছে।

[আরও পড়ুন: ড্যামেজ কন্ট্রোল? ভিকিকে সামনে পেয়ে এবার জড়িয়ে ধরলেন সলমন! ভিডিও ভাইরাল]

‘অসুর ২’-র নতুন এপিসোডগুলি পয়লা জুন থেকে জিও সিনেমাতে দেখা যাবে। আরশাদ, বরুণ ছাড়াও দেখা গিয়েছে অনুপ্রিয়া গোয়েঙ্কা, ঋদ্ধি ডোগরা, মেয়াং চ্যাং, গৌরব অরোরা, বিশেষ বনসলকে। সকলকে নিয়ে জটিল রহস্য কাহিনি সাজিয়েছেন পরিচালক পরিচালক ওনি সেন।

বড়পর্দায় শেষবার ‘বচ্চন পাণ্ডে’ সিনেমায় দেখা গিয়েছে আরশাদকে। সেখানে অভিনেতার চরিত্রে কমেডির ফ্লেভার বেশি ছিল। কিন্তু ধনঞ্জয়ের চরিত্র ধূসর। আর তা বেশ ভালভাবেই ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন আরশাদ।

[আরও পড়ুন: হাসপাতালে ভরতি সুদীপ্ত সেন, কী হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালকের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement