সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনঞ্জয় রাজপুত (ডিজে) হয়ে ওয়েব দুনিয়ায় ফিরছেন আরশাদ ওয়ারসি (Arshad Warsi)। সঙ্গে থাকছে নিখিল নায়ার (বরুণ সোবতি)। সিরিয়াল কিলার ‘অসুর’কে ধরতে মরিয়া দু’জন। এবার মহাযুদ্ধের দামামা বেজেছে।
২০২০ সালের মার্চ মাসে ‘ভুট’ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পায় মাইথোলজিক্যাল ক্রাইম থ্রিলার ‘অসুর’। তাতে শুভ ধনঞ্জয় ওরফে ডিজেকে জানিয়েছিল, তার কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে। পুরনো কাহিনির রেশ ধরেই প্রকাশিত ‘অসুর ২’-র (Asur 2) ট্রেলার। নতুন গল্পে প্রযুক্তিকে হাতিয়ার করে যুদ্ধ শুরু হয়েছে। তারই মোকাবিলা করতে দেখা যাচ্ছে ধনঞ্জয় এবং নিখিলকে। কিন্তু হার-জিতের এই খেলায় নিজেরাও নানাভাবে বিদ্ধ হচ্ছে।
‘অসুর ২’-র নতুন এপিসোডগুলি পয়লা জুন থেকে জিও সিনেমাতে দেখা যাবে। আরশাদ, বরুণ ছাড়াও দেখা গিয়েছে অনুপ্রিয়া গোয়েঙ্কা, ঋদ্ধি ডোগরা, মেয়াং চ্যাং, গৌরব অরোরা, বিশেষ বনসলকে। সকলকে নিয়ে জটিল রহস্য কাহিনি সাজিয়েছেন পরিচালক পরিচালক ওনি সেন।
বড়পর্দায় শেষবার ‘বচ্চন পাণ্ডে’ সিনেমায় দেখা গিয়েছে আরশাদকে। সেখানে অভিনেতার চরিত্রে কমেডির ফ্লেভার বেশি ছিল। কিন্তু ধনঞ্জয়ের চরিত্র ধূসর। আর তা বেশ ভালভাবেই ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন আরশাদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.