Advertisement
Advertisement

Breaking News

Zareen Khan

১২ লক্ষ টাকার প্রতারণা! কলকাতায় জারি গ্রেপ্তারি পরোয়ানা, বিপাকে সলমনের নায়িকা জারিন খান

টাকা নিয়েও বাংলায় না আসার অভিযোগ বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে।

Arrest warrant issued against actress Zareen Khan on allegations of fraud | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 17, 2023 5:11 pm
  • Updated:September 17, 2023 5:11 pm  

অর্ণব আইচ: প্রতারণার অভিযোগে অভিযুক্ত বলিউড অভিনেত্রী জারিন খান (Zareen Khan)। লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার অনুষ্ঠানে আসেননি। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল সলমন খানের নায়িকা জারিন খানের বিরুদ্ধে।

২০১০ সালে সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে শিকে ছেড়েন জারিন। অনেকেই অভিনেত্রীর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন সেইসময়ে। তখন সদ্য ভাইজানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয়েছে। সলমনের হাত ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তিনি। তবে পর পর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান জারিন। বর্তমানে সিনেপর্দায় তাঁকে দেখা যায় না সেরকম। এবার বলিউডের সেই অভিনেত্রীর বিরুদ্ধেই কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।

Advertisement

শিয়ালদহ আদালতে জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জারিনের ম্যানেজার কাড়ি কাড়ি টাকা নিলেও কলকাতায় আসেননি। উলটে যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছতে থাকেন। শুধু তাই নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকি দেন, “কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!”

[আরও পড়ুন: ‘এবার কাজ থেকে একটু ছুটি নিয়ে মজা করুন’, মোদির জন্মদিনে আবদার শাহরুখের]

এই ঘটনার পরই মুম্বইতে কাজ পেতেও অসুবিধা হয় ওই সংস্থার। এমন প্রতারণার জেরেই নারকেলডাঙা থানায় জারিন খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। এবার শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হল জারিন ও তাঁর ম‌্যানেজারের বিরুদ্ধে। কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল সলমনের নায়িকার বিরুদ্ধে। পুলিশের তরফে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানো হয়েছিল। তা আদালতে মঞ্জুর হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে জারিন খানকে নোটিস দেওয়া হতে পারে। তাতেও অভিনেত্রীর তরফে সাড়া না মিললে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে।

[আরও পড়ুন: ‘নতুন ভারতের বিশ্বকর্মা’, রামের সঙ্গে তুলনা টেনে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement