Advertisement
Advertisement
Bengal Cine Industry

টলিউডের ফেডারেশন-ভেন্ডার গিল্ডসের অশান্তি মেটানোর চেষ্টায় মন্ত্রী অরূপ! সুরাহা হল?

মঙ্গলবার বিকেলে ভেন্ডার্স গিল্ডের প্রতিনিধিরা নাকি মন্ত্রীর সঙ্গে দেখা করেন।

Aroop Biswas reportedly in efforts to resolve federation-vendor guilds rift | Sangbad Pratidin

ছবি প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:September 13, 2023 9:12 am
  • Updated:September 13, 2023 9:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে ফের শুটিং বন্ধের আশঙ্কা তৈরি হয়, যখন গত সপ্তাহে ভেন্ডার্স গিল্ড সঙ্গে কয়েকজন প্রযোজক ও ফেডারেশনের অশান্তির খবর মেলে। এবার শোনা যাচ্ছে, এই সমস্যা মেটানোর চেষ্টা করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যেই তাঁর সঙ্গে ভেন্ডার্স গিল্ডের প্রতিনিধিদের একপ্রস্থ আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, টলিপাড়ার শুটিংয়ের নানা সরঞ্জাম সরবরাহ করে ভেন্ডার্স গিল্ড। সংগঠনের পুরো নাম সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তার সঙ্গেই নাকি টলিউডের কয়েকজন প্রযোজক এবং ফেডারেশনের (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়া) বনিবনা হচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: দুঃস্বপ্নের করোনা, টিকা তৈরির দুরন্ত লড়াই নানা-রাইমা-পল্লভির ‘ভ্যাকসিন ওয়ার’-এর ট্রেলারে]

শোনা যায়, ভেন্ডার্স গিল্ডের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের বিশেষ বার্তা পাঠানো হয়েছে। যাতে ফেডারেশন ও গুটিকয়েক প্রযোজকের অসহযোগিতার কথা লেখা রয়েছে। কয়েকজন সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে আবার জানানো হয়েছে, এমনটা যদি চলতে থাকে তাহলে ভেন্ডার্স গিল্ড বনধের রাস্তা বেছে নেবে। সূত্রের খবর, ভেন্ডার্স গিল্ডের পক্ষ থেকে একটি ক্ষমাপত্রও চাওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এক সংবাদমাধ্যমকে ভেন্ডার্স গিল্ডের সম্পাদক সৈকত দাস জানিয়েছেন, অরূপ বিশ্বাসকে তাঁরা নিজেদের সমস্যার কথা বিস্তারিতভাবেই জানিয়েছেন এবং মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে স্বাধীনভাবেই তাঁরা নিজেদের কাজ করতে পারবেন। ফলে এখনই কর্মবিরতির দিকে তাঁরা যাচ্ছেন না। তবে ক্ষমাপত্রের দাবিতে অনড় থাকছেন বলেও জানান তিনি।

[আরও পড়ুন: রক্তমাখা প্রতিশোধের গল্প ‘হাড্ডি’, রূপান্তরিত মানুষের চরিত্রে কেমন অভিনয় করলেন নওয়াজ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement