Advertisement
Advertisement

Breaking News

অর্জুন রামপালের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ দায়ের যুবকের

ক্ষমা চাওয়া তো দূরের কথা, বিষয়টিকে গুরুত্বই দিলেন না অভিনেতা।

Arjun Rampal allegedly assaulting a man in Delhi, Complaints filed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 9, 2017 9:23 am
  • Updated:December 18, 2019 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যুবককে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল বলিউডি অভিনেতা অর্জুন রামপালের বিরুদ্ধে। রাজধানী দিল্লির অভিজাত হোটেল সাংগ্রি লা-র বাইরে এক শোভিত নামে এক যুবককে হেনস্তার অভিযোগ উঠেছে ‘রক অন’ স্টারের বিরুদ্ধে। দিল্লির পুলিশের কাছে অভিনেতার নামে অভিযোগও দায়ের করেছেন ওই যুবক। অভিযোগ, হোটেলের বাইরে এক ফটোগ্রাফার যখন অর্জুনের ছবি তুলছিলেন তখনই অভিনেতা রেগে গিয়ে ক্যামেরা ছিনিয়ে নিয়ে অভিযোগকারীর দিকে ছুড়ে মারেন। ওই যুবকের মাথায় চোট লাগে বলে অভিযোগ। আঘাত গুরুতর না হলেও বড়সড় দুর্ঘটনা ঘটে যেত পারত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

[ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা বিনোদ খান্না]

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ওই হোটেলের নাইটক্লাবে ডিজে ছিলেন অর্জুন রামপাল। হোটেল থেকে বেরনোর সময় কিছু ফটোগ্রাফার অভিনেতাকে ঘিরে ধরে ছবি তুলতে মশগুল হয়ে যান বলে সূত্রের খবর। তখনই একজনের ক্যামেরা ছিনিয়ে ভিড়ের দিকে ছুড়ে মারেন অর্জুন। ক্যামেরার ফ্ল্যাশলাইট অভিযোগকারীর মাথায় গিয়ে লাগে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা ভেবেছিলেন, কেউ হয়তো ফ্ল্যাশলাইটটি লুফে নেবেন। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। অভিযোগকারীর বক্তব্য, ক্ষমা চাওয়া তো দূরের কথা, বিষয়টিকে গুরুত্বই দিলেন না অভিনেতা। দেখেও না দেখার ভান করে ঘটনাস্থল ছেড়ে নাকি বেরিয়ে যান অর্জুন রামপাল।

Advertisement

[‘মৌলবীদের কথা বিশ্বাস করবেন না, তিন তালাক বলে কোরানে কিছু নেই’]

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। তবে এখনও পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি। কিছুদিন পরেই মুক্তি পাবে অর্জুন রামপালের আগামী ছবি ‘ড্যাডি’। মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার অরুণ গাউলির জীবন অবলম্বনে তৈরি এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement