Advertisement
Advertisement

Breaking News

Arjun Kapoor

‘কেন ভাইরা সুরক্ষা দেবে?’ রাখিপূর্ণিমায় প্রশ্ন অর্জুন কাপুরের

রাখির দিনই কেন এমন প্রশ্ন অভিনেতার? দেখুন ভিডিও।

Arjun Kapoor's shares special message on Raksha Bandhan 2024
Published by: Suparna Majumder
  • Posted:August 19, 2024 6:44 pm
  • Updated:August 19, 2024 9:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখিবন্ধন (Raksha Bandhan)। দাদা-ভাইয়েদের হাতে রাখি পরিয়ে দেন দিদি-বোনেরা। কেন? সুরক্ষার জন্য। এই সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুললেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। ইনস্টাগ্রামের ভিডিও বার্তায় অভিনেতার প্রশ্ন, “কেন সবসময় রক্ষা করতে বলা হয়? কেন আমাদের এটা শেখানো হয় না যাতে ওরা নিরাপদ বোধ করে?”

Arjun Kapoor

Advertisement

নিজের বোন অংশুলা কাপুরের পাশাপাশি দুই সৎ বোন জাহ্নবী ও খুশির হাত থেকেও রাখি পরেন অর্জুন। নিজের শেয়ার করা ভিডিওতে অভিনেতা বলেন, “চারপাশে যা হচ্ছে সেই অবস্থায় কোনও উৎসব পালন করতে অদ্ভূত লাগছে। একে অন্যকে রক্ষা করা, বোনেদের রক্ষা করা, নিজের জীবনের প্রিয় মহিলাদের পাশে থাকা যখন আমরা চারপাশে এত ক্ষোভ দেখতে পাচ্ছি এবং পুরুষের মধ্যে বোধ এবং শিক্ষার অভাব।”

[আরও পড়ুন:  বক্সায় জন্মাবে হরিণ! বাঘের খাবার জোগাতে তৈরি হচ্ছে প্রজনন কেন্দ্র]

অর্জুনের প্রশ্ন, কেন আমরা আমাদের বোনেদের জন্য এমন পরিবেশ তৈরি করব না যেখানে তাঁদের ভাইয়ের সুরক্ষার প্রয়োজন পড়বে না। অভিনেতা বলেন, “হ্যাঁ, আমি জানি ভাই সুরক্ষা দেবে, পুরুষ সুরক্ষা দেবে এটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় পুরুষদের এটা শেখাতে হবে যে মহিলাদের সুরক্ষা দেওয়ার চাইতে নিরাপত্তাবোধ দেওয়া বেশি প্রয়োজন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

অর্জুন মনে করেন এই বিষয়টি নিয়ে চর্চা প্রয়োজন। অনেক বেশি কথা বলার প্রয়োজন। কারণ গোড়ায় একটা গলদ রয়েছে। অভিনেতার কথায়, “আমি জানি না এটা মানুষের চিন্তাধারাকে কতটা পালটাতে পারবে কিন্তু আমার মনের কথাটা বলা প্রয়োজন ছিল। কেন সবসময় তোমাকে (ভাই হিসেবে) সবসময় রক্ষা করতে বলা হবে? কেন নিরপদ ফিল করাতে বলা হয় না?”

[আরও পড়ুন: বাস্তব অবলম্বনে তৈরি জন-শর্বরীর ‘বেদা’র সম্ভাবনা প্রচুর ছিল, কিন্তু…]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement