Advertisement
Advertisement

Breaking News

Arjun Kapoor

অর্জুনের শরীরে নতুন ট্যাটু! মালাইকাকে ভুলে কার নাম লিখলেন?

মালাইকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অর্জুন যে মানসিক অবসাদে রয়েছেন, তা স্পষ্ট জানিয়েছেন অর্জুন।

Arjun Kapoor new tatto goes viral on Social Media
Published by: Akash Misra
  • Posted:November 21, 2024 1:24 pm
  • Updated:November 21, 2024 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। সম্প্রতি মালাইকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অর্জুন যে মানসিক অবসাদে রয়েছেন, তা স্পষ্ট জানিয়েছেন। আর এবার দিন ফেরাতে, বলা ভালো জীবনকে নতুনভাবে সাজাতে দারুণ এক পদক্ষেপ করেন অর্জুন কাপুর। কাঁধের উপর আঁকালেন নতুন ট্য়াটু।

সম্প্রতি অর্জুন তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতার কাঁধের উপর কালো কালিতে লেখা ‘রব রাখা’! বাংলায় এর অর্থ ঈশ্বর সহায়। এমনই ছবি পোস্ট করে অর্জুন লিখলেন, ”ভালো সময় হোক বা খারাপ সময়। আমার মা সব সময়ই বলতেই রব রাখা। এখনও আমার মনে হয়, আমার সঙ্গেই রয়েছেন তিনি। আমার গাইড করছেন। উপর থেকে আমার খেয়াল রাখছেন।”

Advertisement

অর্জুন আরও লিখলেন, ”সিংহম এগেইন ছবির মুক্তির দিন এই ট্যাটুটা করি আমি। জীবনের নতুন পর্ব শুরুর জন্য। আমি অনুভব করছি, মা আমার পাশেই রয়েছেন। আমাকে মনে করাচ্ছে, যে এই জগত তোমার জন্য অন্য প্ল্য়ান করেছে। আর তা বিশ্বাস কর।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

গুঞ্জনে ইতি দিয়ে সম্প্রতি অর্জুন কাপুর জানিয়ে দিয়েছেন, তিনি এখন সিঙ্গল। মালাইকা অরোরার সঙ্গে যে তাঁর কোনও সম্পর্ক নেই, তাও একেবারে স্পষ্ট করেছেন। তবে এবার এক সংবাদমাধ্যমে একাকিত্ব ও অবসাদ থেকে বাঁচার উপায় নিয়ে খুল্লমখুল্লা কথা বললেন অর্জুন।

এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে ব্রেকআপ নিয়ে বলতে গিয়ে অর্জুন বলেন, ”একাকিত্ব এই প্রথম নয়, ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকেই আমার অভ্যাস হয়ে গিয়েছে। এই সময়টাই নিজেকে তৈরি করেছি। অভিনেতা হয়েছি। কাজ আমাকে ব্যস্ত রাখত। তাই একাকীত্ব আমাকে গ্রাস করতে পারেনি।” মালাইকাকে ইঙ্গিত করে অর্জুন বলেন, ”তবে সম্প্রতি যেটা, যেভাবে ঘটেছে, তা সম্মাজনকভাবেই হয়েছে। তাই একাকিত্ব থাকলেও, দুঃখ এবং হতাশাটা কম। তবে এটা বুঝতে পেরেছি, সেলফ কেয়ার অত্যন্ত জরুরি। এটা নিজেকে এগিয়ে নিয়ে যায়।”

কখনও তাঁদের একসঙ্গে দেখা যায়, কখনও আবার আলাদা পথের পথিকের মতো সোশাল মিডিয়ায় পোস্ট দেন। তাতেই বিচ্ছেদের জল্পনায় ঘৃতাহুতি পড়ে। তখন আবার প্রশ্ন ওঠে, সত্যিই কি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের ব্রেকআপ হয়ে গিয়েছে? সবার সামনেই যেন এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন অর্জুন। অভিনেতা দাবি করলেন তিনি, ‘সিঙ্গল।’ শুধু তাই নয়, নিজের অটোইমিউন ডিসর্ডার নিয়েও মুখ খুললেন অর্জুন। এই রোগের কারণেই বার বার শরীরে মেদ বৃদ্ধি পায় অর্জুনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement