সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালাইকা অরোরাকে যে ভুলতে পারছেন না, তার প্রমাণ মাঝে মধ্যেই দিচ্ছেন অর্জুন কাপুর। আর তাই তো সোশাল মিডিয়ায় সুযোগ পেলেই মনের অবস্থা খুল্লমখুল্লা লিখে ফেলছেন। অর্জুনের মনের ভাবনা, যদি একটিবার মালাইকার চোখে পড়ে! হ্য়াঁ, বলিপাড়ার অন্দরের খবর, অর্জুন নাকি তাঁর ঘনিষ্ঠবৃত্তের মধ্যে নানা অজুহাতে মালাইকার নাম করছেন। লোকে বলছে, মালাইকা নতুন প্রেমিকের হাত ধরে উড়ে বেড়ালেও, অর্জুন নাকি এখনও মালাইকার প্রেমেই মত্ত। অর্জুনের নতুন পোস্টও তেমনই ইঙ্গিত দিচ্ছে।
কী লিখলেন অর্জুন?
হঠাৎ করেই অর্জুনের একটা পোস্ট সোশাল মিডিয়ায়। যেখানে অর্জুন লিখছেন, ‘বহু অপেক্ষা করছি। ধৈর্য ধরেছি। তবে আমি জানি আমার ভাগ্যে ভালোবাসা অবশ্যই আছে।’ কয়েকদিন আগেই মালাইকা তাঁর স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে ছবি পোস্ট করে মালাইকা লিখেছিলেন, ‘তোমার সঙ্গে।’ আর তার পরেই অর্জুনের এমন পোস্ট।
এত সহজে কি আর পুরনো প্রেম ভোলা যায়! তার উপর যদি মালাইকার মতো প্রেমিকা হয়, তাহলে ভোলা আরও হয় কঠিন। হ্যাঁ, এমনই অবস্থা অর্জুন কাপুরের। আর তাই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য শেষ চেষ্টা করেছিলেন অর্জুন। প্রাক্তনকে রাত ৩ টে নাগাদ ফোন করেছিলেন বলিউডের ‘ইশকজাদা’!
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন অর্জুন (Arjun Kapoor)। সেখানেই এক প্রশ্নে অর্জুন জানালেন, কিছু না ভেবেই একবার রাত ৩ টে নাগাদ প্রাক্তন প্রেমিকাকে ফোন করেছিলেন। তবে শুধুই ফোন করেই ক্ষান্ত দেননি অভিনেতা। প্রাক্তনের সঙ্গে দীর্ঘ আলাপচারিতাও করেছিলেন তিনি। তবে এই ঘটনার কথা বললেও, সেই প্রাক্তনের নাম গোপনই রেখেছিলেন অর্জুন।
মালাইকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে স্পষ্টই লিখলেন, ‘আমাকে যাঁরা ভালোবাসেন না, তাঁদের নিয়ে চিন্তা করার সময় নেই। আমাকে যাঁরা ভালোবাসে, তাঁদের নিয়েই থাকতে চাই।’
অর্জুন কাপুর তো বহু আগেই জানিয়ে দিয়েছেন, তিনি ‘সিঙ্গল’। মালাইকা অরোরার সঙ্গে ব্রেকআপের পর তাঁর জীবনে কেউ নেই। আর এবার মালাইকা জানালেন তাঁর প্রেম জীবনের কথা। অর্জুনের মতো স্পষ্ট বললেও, আকার-ইঙ্গিতে মালাইকা জানিয়ে দিলেন তাঁর জীবন প্রেমিকের অস্তিত্ব আছে কিনা!
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনই স্পষ্ট মুখ খোলেননি মালাইকা। তবে মাঝে মধ্য়েই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা যায় মালাইকাকে। এবারও করলেন তাই। সম্প্রতি ইনস্টা স্টোরিতে মালাইকা লিখলেন, তাঁর সম্পর্কের স্টেটাস। যেখানে স্পষ্ট মালাইকা বিষয়টাকে হাসির মধ্যে দিয়েই উড়িয়ে দিয়েছেন। মালাইকা যে ছবিটি আপলোড করেছেন, সেখানে রয়েছে তিনটি অপশন, ইন আর রিলেশনশিপ আর সিঙ্গল এবং হাসির ইঙ্গিত। মালাইকা বাছলেন শেষের অপশনই!
মালাইকা অরোরার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই অর্জুনের মন কেমন। রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেলেও, অর্জুনের হেলদোল নেই। বরং অর্জুন ডুবে রয়েছেন এক মনখারাপের দিনরাত্রিতেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.