সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্জুন কাপুরের ব্যক্তিগতজীবন বরাবরই লাইমলাইটে। মালাইকা অরোরার সঙ্গে তাঁর গভীর প্রেম থেকে শুরু করে বিচ্ছেদ, এর মাঝেও নাম জড়িয়েছে কুশা কপিলার সঙ্গে। বিটাউনের অন্দরে সেই বিষয়েও গুঞ্জনের অন্ত নেই। এবার পাপারাজ্জিদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অর্জুন।
সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে আসতেই থাকে। কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি? কোনও ব্যক্তির জন্যই তা সুখকর নয়। জীবনের ঠিক এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন অর্জুন-মালাইকা (Arjun Kapoor, Malaika Arora)। তাঁদের ছয় বছরের ‘পোক্ত’ প্রেম ভেঙেছে গতবছরই। এদিকে অভিনেতার ব্যক্তিগতজীবন বরাবরই চর্চার শিরোনামে। প্রেম ভাঙলেও বিয়ে নিয়ে কী পরিকল্পনা অর্জুন কাপুরের? সম্প্রতি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার প্রচারে এমনই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অভিনেতা। কী জানালেন?
ছবির প্রচারে এসে অর্জুনের সাফ কথা, “বিয়ে নিয়ে যদি কোনও পরিকল্পনা করি ভবিষ্যতে, আপনাদের সকলকে জানিয়ে দেব। আজকে তো আমরা সিনেমা নিয়ে কথা বলতে এসেছি। সিনেমার উদযাপন করতে এখানে জড়ো হয়েছি। তাই আমি শুধু আমার ছবি নিয়েই কথা বলব। আমার মনে হয়, এর আগে আমার ব্যক্তিগতজীবন নিয়ে খুল্লমখুল্লাভাবে অনেক কথা বলেছি আপনাদের সঙ্গে। পরে যখন মনে করব, উপযুক্ত সময়ে আপনাদের জানিয়ে দেব।” পেশাগত জীবনের সঙ্গে তিনি যে ব্যক্তিগতজীবন এক করতে চান না, সাফ জানিয়ে দিলেন অর্জুন কাপুর।
এরপরই রসিকতা করে অর্জুন কাপুরের সংযোজন, আপাতত আমাকে আমার পর্দার স্ত্রীদের উদযাপন করতে দিন। সঠিক সময়ে আমার স্ত্রীকে নিয়ে কথা বলব। অর্জুনের মুখে একথা শুনেই তাঁর নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে। গতবছর রাজ ঠাকরের দিওয়ালি পার্টিতে গিয়ে সপাটে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ‘সিঙ্গল’। গত তিন মাসে কি নতুন প্রেম উঁকি দিল অর্জুন কাপুরের মনে? উঠেছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.