Advertisement
Advertisement

Breaking News

Arjun Malaika Kusha

মালাইকাকে ‘আবর্জনা’ বলে কটাক্ষ! ফের প্রেমে পড়েছেন অর্জুন কাপুর? জল্পনা তুঙ্গে

এবার কোন সুন্দরীকে মন দিলেন অর্জুন?

Arjun Kapoor and Malaika Arora are in Instagram Story Battle? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 27, 2023 3:18 pm
  • Updated:August 27, 2023 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে সম্পর্কের ভাঙা-গড়া চলতেই থাকে। এবার অর্জুন কাপুর (Arjun Kapoor) আর মালাইকা অরোরার সম্পর্ক ভাঙার খবরে সরগরম বি-টাউন। প্রকাশ্যে এ নিয়ে এখনও কিছু বলেননি দুই তারকা। তবে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন। নিজের সাম্প্রতিক পোস্টে ‘আবর্জনা’ নিয়ে মন্তব্য করেছেন অর্জুন। এতে কি তিনি মালাইকাকে কটাক্ষ করলেন? এমন প্রশ্ন উঠছে। আবার দু’জনের মাঝে তৃতীয় ব্যক্তির আসার কথাও শোনা যাচ্ছে।

Malaika & Arjun
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পর থেকেই অর্জুন ও মালাইকার প্রেমের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি। শোনা যায়, গত বছর বান্দ্রা ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন চিত্র আলাদা। গত কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে দূরে রয়েছেন অর্জুন কাপুর।

Advertisement

[আরও পড়ুন: প্রবল হাওয়ায় বেসামাল লাল ফ্রক, কী করলেন শ্রাবন্তী? দেখুন ভিডিও]

এমন পরিস্থিতিতেই আবার ইনস্টাগ্রাম স্টোরিতে মালাইকা লেখেন, “সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস সবসময় রাখতে হবে। যাঁরা পাশে থাকার, তাঁরা পাশেই থাকবে।” শুধু তাই নয়, অর্জুনকে ইনস্টাগ্রামে আনফলো করলেন মালাইকা। এদিকে আবার অর্জুন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “একটা জিনিস নিশ্চিতভাবে এ বিশ্বে পেয়ে যাবেন, তা হল আবর্জনা।”

Insta

মালাইকা অর্জুনের এই বিচ্ছেদের খবরের মাঝেই আবার তৃতীয় ব্যক্তির নাম উঠে আসছে। তিনি অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কাপিলা। করণ জোহরের পার্টি থেকেই নাকি অর্জুনের সঙ্গে বন্ধুত্ব কুশার। আর সেই বন্ধুত্ব থেকেই প্রেম। কিছুদিন আগে আবার কুশারও ডিভোর্স ঘোষণা করেছেন। তবে অর্জুনের সঙ্গে প্রেমের জল্পনার কথা স্বীকার করেননি তিনি। ‘মাসাবা মাসাবা’ খ্যাত অভিনেত্রী বলেন, “রোজ নিজের বিষয়ে এত কথা শুনি। মনে হচ্ছে এবার নিজের সঙ্গে নিজের পরিচয় নতুন করে করাতে হবে। যখনই এমন কিছু পড়ি ভয় লাগে মা না জেনে ফেলে। তাঁর জীবনে প্রভাব ফেলবে।”

Kusha Arjun

[আরও পড়ুন: এক ভিডিওতেই ৩৫ বছরের বলিউড সফর, নস্ট্যালজিয়ার স্রোতে গা ভাসালেন সলমন খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement